২০০ টাকা জমা করলে মাসে মিলবে ৫০ হাজার টাকার পেনশন! আজই বিনিয়োগ করুন এই সরকারি স্কিমে

   

বাংলাহান্ট ডেস্ক: অনেক চাকরির ক্ষেত্রেই আর পেনশন দেওয়া হয় না। এই অবস্থায় অবসর জীবনে সুরক্ষা পেতে হয়রান হয়ে যান চাকরিজীবীরা। অবসর নেওয়ার পর যে কোনও রকম আপদকালীন পরিস্থিতিতে পেনশন চাকরিজীবীদের একটি সুরক্ষা দেয়। কিন্তু সব চাকরিতে সেই ব্যবস্থা না থাকায় আজ থেকেই বিনিয়োগ করা জরুরি। 

চাকরিজীবীদের সুরক্ষার স্বার্থে সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। অনেকেই আছেন যাঁরা ঝুঁকি নিতে চান না। সরকারি এসব প্রকল্প খুবই কম ঝুঁকিপূর্ণ। তাই এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়। এমন একটি স্কিম রয়েছে যেখানে প্রতিদিন মাত্র ২০০ টাকা করে দিলে মিলবে একটি সুরক্ষিত ভবিষ্যৎ। এই স্কিমের মেয়াদ পূর্ণ হলে প্রতি মাসে ৫০ হাজার টাকা অবধি পাওয়া সম্ভব।

senior citizen fd

আমরা কথা বলছি কেন্দ্রীয় সরকারের জাতীয় পেনশন স্কিমের (National Pension Scheme) ব্যাপারে। এই স্কিমের অধীনে প্রতি মাসে ৬ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। তাহলে ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে ৫০ হাজার টাকা পেতে পারেন। এই স্কিমে দু’ধরনের অ্যাকাউন্ট হয়। একটি হল এনপিএস টিয়ার ১ ও অন্যটি এনপিএস টিয়ার ২ অ্যাকাউন্ট। যেই চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড নেই, তাঁরা টিয়ার ১-এ অ্যাকাউন্ট খুলতে পারেন। এটি করতে মাত্র ৫০০ টাকা জমা দিতে হবে।

money prize

আপনার বয়স যদি ২৪ বছর হয়, তাহলে এই এই স্কিমের থেকে সর্বোচ্চ লাভ পেতে পারেন আপনি। ২৪ বছর বয়সে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলে যদি মাসিক ৬ হাজার টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট ৩৬ বছর বিনিয়োগ করা হবে। তাতে এখানে মোট বিনিয়োগ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ২৫ লক্ষ ৫২ হাজার টাকা। এই বিনিয়োগের উপর ১০ শতাংশ হারে সুদের হার হিসেব করলে বিনিয়োগের মোট অর্থ দাঁড়ায় ২ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৯০৬ টাকায়। 

যদি আপনি আপনার মেয়াদপূর্তির আয়ের ৪০ শতাংশ থেকে এনপিএস বার্ষিকীতে বিনিয়োগ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে মোট ১ কোটি ১ লক্ষ ৮০ হাজার ৩৬২ টাকা জমা হবে। এর উপর ১০ শতাংশ হারে রিটার্ন ধরা হলে আপনার অ্যাকাউন্টে মোট ১ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার টাকা জমা হবে। আপনার ৩৬ বছর বয়স হলে এই স্কিম থেকে সহজেই প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর