আসন্ন লোকসভা নির্বাচনে নাড্ডার সভাপতিত্বেই লড়বে BJP! বড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের

বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় সভাপতি হিসেবে মেয়াদ বাড়ল জগৎ প্রকাশ নাড্ডার (J.P. Nadda)। নাড্ডা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও বিজেপির প্রধান থাকবেন বলে জানা গিয়েছে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করেন, ‘ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসাবে জেপি নাড্ডার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে’।

মঙ্গলবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে একথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন তিনি বলেন, ‘নাড্ডাকে দলের সর্বভারতীয় সভাপতি রেখে দেওয়ার প্রস্তাব দেন আরেক বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেই প্রস্তাব দলীয় তরফে গ্রহণও করা হয়। বিজেপির সংবিধান অনুযায়ী, ভোটের মাধ্যমে দলের পদাধিকারীকে বেছে নেওয়া হয়। কিন্তু গত দু’বছর ধরে অতিমারীর কারণে দলের সদস্যপদ দেওয়া হয়নি। সেই কারণেই নাড্ডার কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ওঠে।’ সর্বসম্মতিতে সেই প্রস্তাব গৃহীত হয় বলে জানান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

   

IMG 20211119 093808

অমিত শাহ যোগ করেছেন, ‘জেপি নাড্ডার নেতৃত্বে, বিহারে আমাদের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। এনডিএ মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উত্তর প্রদেশে জিতেছে এবং পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা বেড়েছে। আমরা গুজরাটেও জয় পেয়েছি।’ আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে, অমিত শাহ বলেন, ‘আমি নিশ্চিত যে মোদিজির নেতৃত্বে এবং নাড্ডাজির সঙ্গে, আমরা ২০২৪ সালের নির্বাচনে ২০১৯-এর তুলনায় বেশি আসন জিতব।’

বৈঠকের প্রথম দিনে, নাড্ডা এই বছরের নয়টি রাজ্য বিধানসভা নির্বাচনের দলের বিজয় নিশ্চিত করার জন্য দলের নেতাদের আহ্বান জানান। তিনি বলেন, ‘মোদির নেতৃত্বাধীন সরকার ভারতের প্রভূত উন্নতি হয়েছে। লোকসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনেও বিজেপি অনায়াসে জিতবে বলেই আমি মনে করি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর