বাংলা হান্ট ডেস্ক: এবার শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের জন্য এল বড় সুখবর। আপনিও যদি বাজার থেকে ভালো আয় করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই সুযোগ করে দেবেন রতন টাটা (Ratan Tata)। মূলত, টাটা গ্রুপ (Tata Group) প্রায় ১৯ বছর পর নিজেদের IPO ( Public Offering) আনছে। পাশাপাশি, এই IPO-র মাধ্যমে কোম্পানি প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে বলেও জানা গিয়েছে।
কোন কোম্পানির IPO আসছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Tata Motors-এর সহযোগী প্রতিষ্ঠান Tata Technologies-এর IPO শীঘ্রই বাজারে আসতে পারে। এই ইস্যুটির জন্য কোম্পানির ভ্যালুয়েশন প্রায় ১৬,২০০ থেকে ২০,০০০ কোটি টাকা হতে পারে।
২ উপদেষ্টার সাথে কাজ করছে সংস্থা: সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Tata গ্রুপ এই IPO-র জন্য নির্ধারিত প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে সংস্থাটি ২ জন উপদেষ্টা নিয়ে কাজ করছে। এমতাবস্থায় জানা গিয়েছে, আরও একজন উপদেষ্টা নিয়োগ করা হতে পারে।
IPO-র ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ স্থির হয়নি: পাশাপাশি, কোম্পানির বোর্ড মিটিংয়ে জানানো হয়েছে, IPO-র মাধ্যমে Tata Tech-এর কিছু শেয়ার বিক্রির প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। যদিও, আপাতত এই IPO-র জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে, কোম্পানি শুধু সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছে।
অংশীদারিত্বের পরিমান: উল্লেখ্য যে, Tata Sons-এর বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের মেয়াদে প্রথমবারের মতো কোম্পানিটি নিজস্ব একটি IPO আনবে। এর পাশাপাশি, যদি আমরা Tata Motors-এর অংশীদারিত্বের কথা বলি, তবে সেটি হল প্রায় ৭৪.৪২ শতাংশ। এছাড়াও, ৮.৯৬ শতাংশ আলফা টিসি এবং ৪.৪৮ শতাংশ টাটা ক্যাপিটাল গ্রোথ ফান্ডের কাছে রয়েছে।
TCS-এর IPO ২০০৪ সালে এসেছিল: প্রসঙ্গত উল্লেখ্য, Tata Group-এর শেষ IPO টি ২০০৪ সালে এসেছিল। সেইসময়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (TCS) IPO নিয়ে আসা হয়। এমতাবস্থায়, TCS বর্তমানে দেশের দ্বিতীয় মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত হয়।