কিউয়িদের বিরুদ্ধে ভারতের বোলিংয়ে মুগ্ধ রামিজ রাজা! পাকিস্তানকে শেখার পরামর্শ প্রাক্তন PCB প্রধানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৩ ম্যাচের ওডিআই সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো ভারত।  নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই কীর্তি গড়ে দেখালো ‘মেন ইন ব্লুজ’-রা। ইন্দোরে সিরিজের শেষ ম্যাচের আগেই হায়দরাবাদ ও রায়পুরে ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরে ফেলেছেন রোহিত শর্মারা। যদিও নিউজিল্যান্ডের এই দলে উইলিয়ামসন, বোল্ট, সাউদির মতো তারকারা ছিল না, তাও সিরাজদের এই পারফরম্যান্স যথেষ্ট প্রশংসাযোগ্য।

কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে বাবর আজমদের ওডিআই সিরিজে হারিয়েছিল নিউজিল্যান্ড। পিছিয়ে পরেও সিরিজ জিতে নিয়েছিলেন তারা। সাম্প্রতিক অতীতে পাক দল ঘরের মাটিতে একেবারেই জঘন্য পারফরম্যান্স করে যাচ্ছেন। তাই ভারতের জয়ের পর এবার রোহিতদের প্রশংসায় ভরিয়ে দিলেন রামিজ রাজা। প্রাক্তন পিসিবি প্রধান পাকিস্তান ক্রিকেট দলকে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে শেখার পরামর্শ দেন।

ramiz raja 1720x1000

অথচ এই রামিজ রাজাই পাকিস্তান ক্রিকেটের প্রধানের দায়িত্ব পালনের সময় সুযোগ পেলেই ভারতীয় ক্রিকেট দলকে আক্রমণ করতেন। কিন্তু কথায় আছে সময়ের সঙ্গে মানুষও পরিবর্তনশীল। এই কথাটাকে সত্যি প্ৰমাণ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। পিসিবি চেয়ারম্যান থাকার সময় তার অবস্থান যা ছিল, তার থেকে এখন সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন তিনি।

ছুদিন আগে নিজের পদটি খুঁইয়েছেন তিনি। তারপরেই আচমকা তার গলা থেকে  ভারতের প্রশংসা শোনা গেল। নিউজিল্যান্ডকে পরাস্ত করার পর নিজের ইউটিউব চ্যানেল থেকে ভারতীয় বোলিং লাইন আপের প্রশংসা করলেন রামিজ রাজা। অন্যান্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মতোই তিনিও এখন ইউটিউবে নিজের কেরিয়ার তৈরিতে মনোনিবেশ করেছেন।

নিজের চ্যানেলে ভারতকে এইমুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় ও প্রধান শক্তি হিসাবে স্বীকার করে নিয়েছেন রামিজ রাজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় বোলাররা যেভাবে কিউয়ি ব্যাটিং লাইন আপকে ধ্বংস করেছেন তা দেখেই রামিজ রাজা মন্তব্য করেছেন যে, পাকিস্তানের শেখা উচিত ভারতকে দেখে, কীভাবে নিজেদের মাটিতে ভালো পারফরম্যান্স করতে হয়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর