এবার স্বাধীনতা সংগ্রামী সারা আলি খান! প্রকাশ্যে ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর প্রথম লুক

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান(Sara Ali Khan)। মাত্র চার বছর বয়সেই প্রথমবার বিজ্ঞাপনের জন্য অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এরপর আর সেভাবে বলিউড জগতে দেখা যায়নি অভিনেত্রীকে। ২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেন এই অভিনেত্রী। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল তাঁদের  অভিনীত ‘কেদারনাথ'(Kedranath) ছবি।

এরপরই একের পর এক কাজে অফার আসতে থাকে তার কাছে।ওই একই সালে রণবীর সিং-এর সঙ্গে অভিনয় করেন অভিনেত্রী। ২০২০ সালে তাঁকে দেখা যায় ‘লাভ আজকাল ২’তে। তাঁর বিপরীতে আভিনয় করেন কার্তিক আরিয়ান। একই বছর তাকে দেখা যায় ‘কুলি নাম্বার ওয়ান’ ছবিতে। সারার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন বরুন ধাওয়ান।

SaraAliKhan

বরাবরই রোমান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে এবার নতুন বলিউডে দেখা যাবে এই অভিনেত্রীকে। স্বাধীনতা সংগ্রামের সৈনিক হয়ে দর্শকদের সামনে ধরা দিতে চলেছেন সারা আলি খান। আজ সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতেই প্রকাশ্যে এল অভিনেত্রীর নয়া ছবির টিজার। নয়া লুকে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী।

 Sara Ali Khan

জানা যাচ্ছে, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ছবিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সারা আলী খান। গত বছরের ডিসেম্বর মাসেই শেষ হয়েছে এই ছবির শুটিং। জানা যাচ্ছে, এই ছবিতে ফুটে উঠবে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি। ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ ছবিটিতে বীরঙ্গনা এক নারীর সংগ্রাম এবং বিরোধিতা মানসিকতার ছবি ফুটে উঠবে।

sara ali khan 1

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহারের ধর্মাটিক প্রোডাকশন। ছবি লিখেছেন দারাব ফারুকী এবং কন্নান আইয়ার। তবে জানা যাচ্ছে বক্স অফিসে মুক্তি পাবে না এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও তুলে ধরে অভিনেত্রী লিখেছেন,’দেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্য রইল অনেক শ্রদ্ধা’। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের সুতির শাড়ি পড়েছেন অভিনেত্রী। কপালে তাঁর ছোট্ট টিপ, হাতে মাইক। অভিনেত্রীর এহেন ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।

additiya

সম্পর্কিত খবর