মরশুমের প্রথম পরাজয়! লড়াই করেও নিয়মরক্ষার ম্যাচে ওড়িশার কাছে হার মনোজের বাংলার  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মরিয়া লড়াই করেও লাভ হলো না। রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রূপপর্বে নিজেদের শেষ এবং নিয়ম রক্ষার ম্যাচে হারের মুখ দেখতো বাংলা। ওড়িশার বিরুদ্ধে (Bangal vs Odisha)  ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের কারণে মরশুমের প্রথম হারের ধাক্কা সহ্য করতে হলো তাদের। যদিও এই ম্যাচে হারলেও গ্রুপ শীর্ষে থেকেই নকআউট পৌঁছলো মনোজ তিওয়ারিরা।

প্রথম ইনিংসে প্রীতম চক্রবর্তী এবং ঈশান পোড়েলের দাপটে ২৬৫ রানের মধ্যে ওড়িশাকে বেঁধে রাখতে পেরেছিল বাংলা। গোটা মরশুমে বাংলার ব্যাটসম্যানদের দাপট দেখে মনে হয়েছিল যে এই রানের কন্ঠে অতিক্রম করে সহজেই লিড পাবে বাংলা। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

চোটের জন্য ব্যাট করতে পারেননি অনুষ্টুপ মজুমদার। বাংলার ক্রাইসিসম্যানের অনুপস্থিতির মাত্র ১০০ রানে গুটিয়ে যায় গোটা ব্যাটিং অর্ডার। ১৬৫ রানের বিশাল লিড পায় ওড়িশা। এটি হয়েছিল গতকাল অর্থাৎ তৃতীয় দিনের শুরুতে। তারপর অভিমুন্য ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, এবং মনোজ তিওয়ারির ব্যাটে ভর করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলা। তৃতীয় দিনের শেষে ফলোয়ার করে ৫৫ রানের লিড যোগাড় করতে সক্ষম হয়েছিল তারা।

কিন্তু আজ সকালে ইডেনের খামখেয়ালি পিঠের সামনে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলা। শতরান সম্পূর্ণ করার পরেই আউট হন অভিমন্যু। মনোজ ৫০ থেকে খুব বেশি এগোতে পারেননি। বাংলা ২৭৬ রানেই আটকে যায়। ১১১ রানের টার্গেট ওড়িশার সামনে রাখতে পেরেছিল তারা। এই ইনিংসেও ব্যাট করতে পারেননি অনুষ্টুপ মজুমদার।

এরপর মাত্র তিন উইকেট হারিয়ে এই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওড়িশা। আকাশ ঘটক এবং ঈশান পোড়েল উইকেট তুলে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। কোয়ার্টার ফাইনালে আছে এই হাট থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে বাংলাকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর