বাংলা হান্ট ডেস্ক : গতকাল বৃহস্পতিবারই অমর্ত্য সেনের (Amartya Sen) নোবেল পাওয়া নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, অমর্ত্য সেন মোটেও নোবেল পাননি (Nobel Prize)। অর্থনীতিতে নোবেল দেওয়াই হয় না। আজ শুক্রবার বিদ্যুতের মতকেই সমর্থন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রতিদিনের মতো এদিনও ইকোপার্কে মর্নিংওয়াকে যান দিলীপবাবু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, বিশ্বভারতীর উপাচার্য তো বলছেন অমর্ত্য সেন নোবেল প্রাইজই পাননি। আপনার এই প্রসঙ্গে কী মত? এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমি তো অনেকদিন ধরেই এই কথা বলছি। উনি নোবেল পাননি। সমতুল্য একটা পুরস্কার পেয়েছিলেন।’ এদিন তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমি আগেও বলেছিলাম। তখন কারও সামনে বলার সাহস ছিল না। অমর্ত্য সেনকে নিয়ে বিতর্ক হয়েছে। লেগেই রয়েছে। আমি মনে করি এটা সম্মানজনক নয়।’
জমি বিতর্ক নিয়ে বিশ্বভারতীর সঙ্গে সংঘাত চলছে অমর্ত্য সেনের। বিশ্বভারতীর অভিযোগ, অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। কয়েকদিন আগে তাঁকে চিঠি দিয়ে তা ছেড়েও দিতে বলা হয়েছে। উপাচার্যের দাবি, উনি আদালতে যাচ্ছেন না কেন? কারণ জানেন, গেলেই হেরে যাবেন।’ তবে জমিকে ছাপিয়ে গিয়েছে অধ্যাপক সেনের নোবেল পাওয়া না পাওয়ার নতুন বিতর্ক।
গতকাল উপাচার্য বলেন, ‘নোবেল প্রাইজের যে ডিডটা তৈরি হয়েছিল, সেখানে বলা আছে পাঁচটি ক্ষেত্রে নোবেল দেওয়া হবে। সেগুলি হল, পদার্থবিদ্যা, রয়াসয়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তি। পরবর্তীকালে সুইডেন সেন্ট্রাল ব্যাঙ্ক এগিয়ে এসে বলে, নোবেল প্রাইজের পয়সাটা তারা দেবে। তাই অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল প্রাইজ দেওয়া শুরু হয়।’