বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে হার্দিক পান্ডিয়ার ভারত। প্রথম ম্যাচে ভুল দল নির্বাচনের খেসারত দিতে হয়েছিল হার্দিককে। দ্বিতীয় ম্যাচে সেই ভুলত্রুটি গুলি শুধরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে চাইবে ভারত।
প্রাথমিকভাবে ভারতীয় দলের টপ অর্ডার নিয়ে চিন্তা করতে হবে হার্দিক পান্ডিয়াকে। শুভমান গিল ওডিআইতে সফল হলেও ধারাবাহিকভাবে টি-টোয়েন্টিতে ব্যর্থ হচ্ছেন। আরও করুণ অবস্থা ঈশান কিষানের। রাহুল ত্রিপাঠী প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এমন অবস্থায় পৃথ্বী শ-কে দলে ফেরত আনা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে। ঘরোয়া ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অসাধারণ ফর্মের অধিকারী পৃথ্বী নিজেও মাঠে নামার জন্য মরিয়া হয়ে থাকবেন।
সেই সঙ্গে বোলিং নিয়েও চিন্তা-ভাবনা করতে হবে হার্দিককে। মিডল অর্ডারে তিনি, সূর্যকুমার এবং ওয়াশিংটন সুন্দর পরিস্থিতি সামলে দেবেন। কিন্তু ভারতীয় দলের বোলাররা বিশেষ করে পেসাররা একেবারেই ধারাবাহিক নন। এমন অবস্থায় নিজেদের বোলিং অর্ডার কে নিয়ে নতুন করে সাজানোর কথা ভাবতে পারেন হার্দিক।
গত ম্যাচে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছিলেন। লখনউতেও পিচ স্পিন বান্ধব হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে একসাথে ‘কুল-চা’ জুটিকে দেখা যেতে পারে। বাইরে বসতে হতে পারে উমরান মালিক বা শিবম মাভির মধ্যে যে কোনও একজনকে। অর্শদীপ একেবারেই নিজের সেরা ছন্দের ধারে কাছে না থাকলেও আজও হয়তো তাকে একটা সুযোগ দিয়ে দেখা হতে পারে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: পৃথ্বী শ, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং