হিন্দি না, কন্নড় চাই! গান গাইতে গিয়ে আক্রান্ত কৈলাস খের, ছুঁড়ে মারা হল জলের বোতল

বাংলাহান্ট ডেস্ক : চলছিল লাইফ পারফরমেন্স। হঠাৎ করেই বলিউড গায়কের দিকে ধেয়ে এল জলের বোতল। যদিও সেই বোতলে গায়কের চোট লেগেছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি। অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরেছেন বলিউড গায়ক।

অনুষ্ঠান চলাকালীন আক্রান্ত বলিউডের এক অন্যতম জনপ্রিয় গায়ক কৈলাস খের। কড়া নিরাপত্তার মধ্যেই চলছিল অনুষ্ঠান। কিন্তু তাতেও আক্রান্ত গায়ক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের অনুষ্ঠানে। ঘটনার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা রক্ষীরা। ইতিমধ্যেই পুলিশের জালে দুই অভিযুক্ত।

Kailash

চলতি মাসের ২৭ তারিখ থেকে কর্নাটকে শুরু হয়েছে হাম্পি উৎসব। সেই উৎসবেই যোগদান করেছিলেন কৈলাস খের। অনুষ্ঠান মঞ্চে গান গাইতে গিয়েই ঘটল বিপত্তি। দর্শকদের হাতে আক্রান্ত গায়ক কৈলাস খের। এই অনুষ্ঠানে কৈলাসের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, প্রভু দীক্ষিতের মতন আরও অনেক শিল্পীরা।

 

View this post on Instagram

 

A post shared by Kailash Kher (@kailashkher)

সূত্র মারফত জানা যাচ্ছে, বলিউড গায়ককে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত দুই ব্যক্তি। কিন্তু গায়ক সে কথা না শুনে কেবলমাত্র হিন্দিতে গাইছিলেন গান। এরপর ওই দুই ব্যক্তি গায়কের উপর আক্রমণ চালান। গায়ককে লক্ষ্য করে বোতল ছোঁড়ার অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকেই। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযুক্তদের বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই গোটা ঘটনা নিয়ে গায়ক অথবা তার দলের তরফ থেকে কোন বিবৃতি জারি করা হয়নি।

additiya

সম্পর্কিত খবর