মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ১০ চাকার পণ্যবোঝাই লরির ধাক্কা! আটক ট্রাক চালক

বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। সোমবার রাতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ধাক্কা মারে ১০ চাকার একটি পণ্যবোঝাই ট্রাক। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দেগঙ্গার (Deganga) দিক থেকে কলকাতায় ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী। ঠিক সময়েই টাকি রোডের (Taki Road) উপরে দুর্ঘটনার শিকার হন মন্ত্রী। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিঁনি।

জানা গিয়েছে এদিন বানীপুর লোক সংস্কৃতি মেলায় গিয়েছিলেন মন্ত্রী। সেখানে থেকেই দেগঙ্গা হয়ে নিজের সল্টলেকের বাড়িতে ফিরছিলেন তিঁনি। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। মন্ত্রীর গাড়ির সাথে আরও বেশ কয়েকটি গাড়ি ছিল। কিন্তু যে গাড়িটিতে ধাক্কা মারে, তাতেই জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন। ঘটনায় মন্ত্রীর গাড়ির ক্ষতি হলেও, স্বস্তির খবর মন্ত্রী সম্পূর্ণরূপে ঠিক রয়েছেন।

লরিটিতে পাথর বোঝাই ছিল বলে জানা গিয়েছে। তবে ট্রাকের গতি কম থাকার দরুন বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ ওই ওই ট্রাক এবং চালককে আটক করেছে বলে সূত্রের খবর। ট্রাক চালকেরও কোনোরূপ আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।

jyotipriya mallick

দুর্ঘটনায় , তাঁর কোনো আঘাত লাগেনি বলেই জানিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্ঘটনা প্রসঙ্গে তিঁনি বলেন, “ট্রাকটি কনভয়ে ঢুকে আমার গাড়ির পিছনে ধাক্কা মারে। ফলে একটা ঝাকুনি হয়। আমার গাড়ির ক্ষতি হয়েছে। কিন্তু আমার কিছু হয়নি।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর