অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে চিন্তা বাড়লো ভারতের! চোটের জন্য অনিশ্চিত এই তারকা ব্যাটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় দল (Team India) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছে। এই সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহ পরেই ভারতকে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia)। ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে আসছে স্টিভ স্মিথরা (Steve Smith)। অস্ট্রেলিয়া এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে টেস্ট ফরম‍্যাটের সেরা দল। কিন্তু তাও ভারতের মাটিতে তারা আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে।

কিন্তু এই সিরিজ আরম্ভ হওয়ার আগে ভারতীয় শিবিরে এলো একটি চিন্তার খবর। কিছুদিন আগেই রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজের ফিটনেস প্রমাণ করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বল হাতে তার খেলা একমাত্র রঞ্জি ম্যাচের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। তার ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে কোন সমস্যা বা বাধা নেই। কিন্তু চিন্তা শুরু হয়েছে ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে।

পিঠে চোটের কারনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও তিনি মাঠে নামতে পারেননি। এখন মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে নাগপুরের মাটিতে আরম্ভ হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচের আগে তার ফিট হয়ে ওঠা অত্যন্ত কঠিন। অথচ ভারতের মাটিতে টেস্ট সিরিজে তাকে অত্যন্ত প্রয়োজন। গত বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন তিনি।

shreyas iyer 2

আপাতত তাকে আরও কয়েকদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমিতে নিজের পরিচর্যা করতে হবে। খবর পাওয়া গিয়েছে যে ব্যথার জন্য তাকে ইনজেকশনও নিতে হচ্ছে। একান্তই যদি তিনি প্রথম টেস্টের জন্য ফিট না হয়ে উঠতে পারেন তাহলে হয়তো টেস্ট অভিষেক ঘটতে পারে মুম্বাইয়ের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টি ফরম‍্যাটে অসাধারণ ফর্মের প্রদর্শন ঘটালেও এখনো অবধি দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পাননি তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট, সূর্যকুমার যাদব।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর