বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র দু দিনের অপেক্ষা। আগামী রবিবার বসতে চলেছে সঙ্গীতের মহাযুদ্ধের চূড়ান্ত পর্বের আসর। ৫ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা সারেগামাপা-র (Saregamapa) গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ সাতস্থানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবসান হওয়া আর কিছুদিনের অপেক্ষা মাত্র। কিন্তু টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে বিজয়ীদের তালিকা। অন্তত তেমনটাই বক্তব্য নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তালিকা অনুযায়ী সারেগামাপার এই সিজনে সেরার সেরা হয়েছে পদ্ম পলাশ (Padmt Palash) এবং অস্মিতা। দুজনে যৌথ ভাবে দখল করেছে প্রথম স্থান। কালিম্পং এর অ্যালবার্ট কাবো নাকি রয়েছেন দ্বিতীয় স্থানে আর তিন নম্বরে জায়গা করে নিয়েছেন সোনিয়া গজমে। কিন্তু বিজয়ীদের এই তালিকা নিয়ে একেবারেই খুশি নন নেটনাগরিকদের একাংশ।
চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজে একের পর এক কমেন্টে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। মূলত পদ্ম পলাশের বিজয়ী হওয়ার খবরেই ক্ষুব্ধ নেটিজেনরা। একজন লিখেছেন, অনুষ্ঠানটা আগে থেকেই ঠিক করা ছিল। ‘কীর্তনওয়ালা’কে প্রথম করানোর জন্য সবটা সাজানো হয়েছে বলে অভিযোগ ওই ব্যক্তির। তাঁর দাবি, পদ্ম পলাশের প্রচার করার জন্যই প্রথম থেকে উঠেপড়ে লেগেছিলেন বিচারকরা।
এক ব্যক্তি এমনো দাবি করেছেন, পদ্ম পলাশ পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র বলেই নাকি তাঁকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। বিজয়ী হিসাবে শুধু অ্যালবার্ট কাবোকেই মানায়, দাবি করেছেন অনেকে। এমনকি পদ্ম পলাশ এবং অস্মিতা যদি বিজয়ী হয় তাহলে পরের সিজন থেকে আর সারেগামাপা দেখবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন কয়েকজন। তবে বিতর্ক নিয়ে কোনো মন্তব্য এখনো করেননি বিচারক বা নির্মাতারা।