বাংলাহান্ট ডেস্ক: বাংলায় ‘শ্রীময়ী’ শেষ হয়ে গিয়েছে সেই কবেই। কিন্তু হিন্দি সংষ্করণ ‘অনুপমা’ (Anupama) এখনো চলছে বহাল তবিয়তে। টিআরপিও উঠছে ভালোই। বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly) অনুপমা নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন দর্শকদের কাছে। অনেক দিন ধরেই সফল ভাবে সম্প্রচারিত হয়ে চলেছে এই মেগা। সম্প্রতি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে মহাদেবের আশীর্বাদ নিতে দেখা যায় রূপালীকে।
বাবা মহাকালের মন্দিরে গিয়ে ভস্ম আরতিতে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর মন্দিরের গর্ভ গৃহে গিয়ে নিষ্ঠাভরে মহাদেবের পুজো করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা মহাকালেশ্বরের অদ্ভূত মহিমার কথা জানান। রূপালী জানান, মহাদেবের আশীর্বাদেই অনুপমা সিরিয়ালে কাজের সুযোগ পান তিনি।
রূপালী বলেন, শেষ বার ২০২০ সালে মহাকালেশ্বর মন্দিরে এসেছিলেন তিনি। ভস্ম আরতি শেষ হওয়ার পর বাইরে বেরোতেই অনুপমা সিরিয়ালে অভিনয়ের প্রস্তাবটা এসেছিল। এর জন্য তিনি মহাদেবকেই ধন্যবাদ জানান। রূপালী আরো বলেন, গত এক বছর ধরে তিনি উজ্জয়িনী আসার চেষ্টা করছেন। কিন্তু কাজের চাপে হয়েই উঠছিল না। অবশ্য অভিনেত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর না টানলে আসা যায় না। এবারে বাবা মহাকাল টেনেছেন, তাই তিনি আসতে পেরেছেন।
প্রসঙ্গত, বাংলায় ‘শ্রীময়ী’ অত্যন্ত জনপ্রিয় হওয়ার পরেই হিন্দিতে শুরু হয় ‘অনুপমা’। একই স্টোরিলাইন নিয়ে শুরু হলেও বাংলা সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পরেও এখনো চলছে হিন্দি মেগাটি। আর শুধু চলছেই না, প্রতি সপ্তাহেই রীতিমতো ভাল টিআরপিও তুলছে।
প্রসঙ্গত, অনুপমার আগে একাধিক সিরিয়ালে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন রূপালী। তবে অনুপমা তাঁকে জনপ্রিয়তার শিখরে তুলেছে। ঘরে ঘরে এখন অনুপমা নামেই পরিচিত হয়ে উঠেছেন রূপালী গঙ্গোপাধ্যায়।