তাজপুরে ১০ লাখ চাকরির কী হবে? আদানির টলমল পরিস্থিতিতেই মমতাকে বিঁধেলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ গোষ্ঠীর শেয়ারের প্রবল পতনের ফলে জোর ধাক্কার মুখে আদানি গ্রুপ, (Adani Group)। টলমল পরিস্থিতিতে আদানি। দিন দিন পড়ছে কোম্পানির শেয়ার। অন্যদিকে এই আবহেই তাজপুর বন্দর (Tajpur Port) নিয়ে উৎকন্ঠায় বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বন্দর নিয়ে বড়সড় উদ্বেগের কথা প্রকাশ করে মমতাকে (Mamata Banerjee) খোঁচা রাজ্যের বিরোধী দলনেতার।

একদিকে যেখানে আদানি ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণের তীর কেন্দ্রের মোদী সরকারের (Central Government) দিকে , ঠিক তখনই তাজপুরে ১০ লাখ চাকরির ভবিষ্যৎ নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর। তার সবথেকে বড় প্রশ্ন তাজপুর বন্দরের কী হবে?

এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দুর মন্তব্য, “আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি সঙ্গে একটা গোপন আঁতাঁত করেছিলেন। আমি তাজপুর বন্দর নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছি। ২৫,০০০ কোটি বিনিয়োগের কথা বলা হয়েছিল। ১০ লাখ চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতির এবার কী হবে?”

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে নিউ টাউনের ইকো পার্কে আদানি পুত্র কিরণ আদানির হাতে তাজপুর বন্দরের কাজ শুরুর অনুমতিপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি এই বন্দরের প্রাথমিকভাবে পরিকাঠামোগত উন্নয়ন করবে মমতা সরকার। ২৫ হাজার কোটি বিনিয়োগের পাশাপাশি ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের কথাও বলা হয়েছিল। এই নিয়েই এবার মমতাকে খোঁচা শুভেন্দুর।

adani, mamata

প্রসঙ্গত, পূর্বে তাজপুরে বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেছিলেন, ‘‘তাজপুরে কিচ্ছু হবে না, মিথ্যে কথা বলে বাজার গরম করছেন মুখ্যমন্ত্রী৷’’ তবে এদিন সেই আদানি ইস্যুতেই মমতাকে বিঁধেলেন শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর