বাংলা হান্ট ডেস্ক : বাম রাজ্য কেরলে (Kerala) আবারও বাড়ত চলেছে বিদেশি মদ (liquor), পেট্রল ও ডিজেলের দাম। গতকাল শুক্রবার কেরল সরকার পেশ করে রাজ্য বাজেট। পিনারাই বিজয়নের রাজ্য রীতিমতো ভুগছে আর্থিক সংকটে। এই পরিস্থিতিতে ভয়ংকর এই সংকট থেকে মুক্তি পেতে জ্বালানি ও মদের উপর ধার্য করা হল সামাজিক সুরক্ষা কর বা সেস। আর এর জেরেই এই মহার্ঘ হয়ে উঠেছে জ্বালানি ও মদ।
এদিন ২০২৩-২৪ সালের বাজেট পেশ করা হয় কেরলের বিধানসভায়। সে রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালগোপাল শুক্রবার মাত্রাছাড়া মূল্যবৃদ্ধির মোকাবিলা করতে ২ হাজার কোটি টাকার আদায়ের দাবি করেন। পরিকাঠামো ও উচ্চশিক্ষা ক্ষেত্রে একাধিক পদক্ষেপের ঘোষণাও এদিন করেন তিনি।
পাশাপাশি বলা হয় ওই ৩টি জিনিসের উপর সেস বসানোর কথাও। রাজ্যের অর্থমন্ত্রী জানান, ৫০০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত দামের বোতলে ২০ টাকা করে সেস চাপানো হবে। ১ হাজার টাকা বেশি মূল্যের বোতলের ক্ষেত্রে দিতে হবে ৪০ টাকা সেস। এছাড়াও পেট্রল ও ডিজেলের প্রতি লিটারের জন্যও ২ টাকা করে সেস দিতে হবে ঘোষণা করেন তিনি।
গতকাল কেরল বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন, কল্যাণ ও সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। তিনি আরও দাবি করেন ‘সব মিলিয়ে প্রায় ২ হাজার কোটি টাকা রাজ্যের মূল্যবৃদ্ধির মোকাবিলায় খরচ করা হবে।’এর মধ্যে দারিদ্র দূরীকরণে ৮০ কোটি টাকা খরচ হবে বলেও ঘোষণা করেন তিনি।
এর পাশাপাশি এদিনের বাজেটে সম্পত্তি করের সংশোধন ও ব্যক্তি মালিকানাধীন একাধিক বাড়ির সঙ্গে অব্যবহৃত নবনির্মিত বাড়িগুলির জন্য একটি নতুন কর কাঠামোর প্রস্তাবও করা হয়। ভবন নির্মাণের সঙ্গে যুক্ত বিভিন্ন ফিও বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। ২ লক্ষ টাকা পর্যন্ত দামের নতুন মোটরসাইকেল এবং ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার দামের মধ্যে নতুন গাড়ির উপর এককালীন কর দুই শতাংশ বৃদ্ধি করা হবে। অন্যান্য দামের রেঞ্জে মোটর গাড়ির জন্য এক শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। তবে সেসের নামে আবারও জ্বালানি তেল ও বিদেশি মদে দাম বৃদ্ধি পাওয়ায় অসন্তোষের প্রভাব দেখা দিয়েছে কেরলার আম জনতার মধ্যে।