বড় দুর্ঘটনার শিকার অখিলেশের কনভয়, একে অপরকে ধাক্কা ৬ গাড়ির! কোনোক্রমে বাঁচলেন SP প্রধান

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার উত্তরপ্রদেশের হারদোই জেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের কনভয় একটি বড়সড় দুর্ঘটনার শিকার হয়। একের পর এক ছয়টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন ৬ জন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর যানবাহনগুলো সড়কের পাশে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। অখিলেশ যাদবের গাড়ি কনভয়ের সামনের দিকে ছিল, তাই তার গাড়িতে কিছুই ঘটেনি। তিনি একেবারে নিরাপদ।

মাল্লাওয়ান থানা এলাকার বৈঠাপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অখিলেশ যাদব। তাদের সঙ্গে প্রায় ১০ থেকে ১২টি গাড়ি ছিল। বলা হচ্ছে, কনভয়ে থাকা একটি গাড়ি আচমকা ব্রেক কষে। এতে পেছন থেকে আসা সব গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় গাড়ির সামনে বসা লোকজন আহত হয়। যদিও ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। রেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের অবস্থা জানতে ঘটনাস্থলে পৌঁছান সমাজবাদী পার্টির কর্মীরা।

দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত আহতদের গাড়ি থেকে বের করে এবং অবিলম্বে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ডাকে। আহত সকলকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন এসপি কর্মীরা।

যানবাহন একে অপরের সাথে সংঘর্ষের পর মাল্লাওয়ার ফরহাদ খাল রেলক্রসিংয়ের কাছে প্রচণ্ড জ্যাম হয়। যার জেরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহতদের হাসপাতালে পাঠানোর পর রাস্তার পাশ থেকে একে একে যানবাহন সরিয়ে নেওয়া হয়। এ সময় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর