বাংলাহান্ট ডেস্ক: নয় দিন অতিক্রান্ত ‘পাঠান’ (Pathan) মুক্তির পর। কিন্তু গতি থামানোর নাম নিচ্ছে না শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক ফিল্ম। মুক্তির পর প্রথম দিন থেকেই একটার পর একটা রেকর্ড ভাঙছে পাঠান। প্রথম কোনো হিন্দি ছবি মুক্তির দিনেই এই পরিমাণ ব্যবসা করেছে। তারপর থেকে প্রায় প্রতিদিনই লাফিয়ে বেড়েছে ব্যবসা। দক্ষিণের দাদাগিরিতে ক্রমশ পিছোতে থাকা বলিউডের হাল ফিরেছে পাঠানের আগমনে।
ভারতীয় বক্স অফিস হোক বা ওয়ার্ল্ড ওয়াইড, কোথাওই রোখা যাচ্ছে না পাঠানকে। দেশে মাত্র আট দিনে ৩৬৪ কোটি তুলেছে এই ছবি। আর আন্তর্জাতিক স্তরে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটি। নয় দিনেই এই পরিমাণ টাকা তুলে ফেলেছে পাঠান। ট্রেড অ্যানালিস্টদের মতে, যে গতিতে ছবিটি এগোচ্ছে তাতে ১০০০ কোটি ছুঁয়ে ফেলতেও বেশি সময় লাগবে না।
আগামীতে আমির খানের ‘দঙ্গল’ এর কালেকশনকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে পাঠান। ভারতীয় বক্স অফিসে প্রায় ৩৮৭ কোটি টাকা তুলেছিল আমির অভিনীত অত্যন্ত জনপ্রিয় ছবিটি। আর একদিনের মধ্যেই দঙ্গলের কালেকশন পার করে যাবে পাঠান, মত ফিল্ম বিশেষজ্ঞদের। তারপর কেজিএফ চ্যাপ্টার ২ এবং বাহুবলী ২ এর হিন্দি সংষ্করণের থাকবে দুই প্রতিপক্ষ।
উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি পাঠান। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার তিনটি ছবিই ব্যাপক হিট হয়েছিল। পাঠানের সাফল্য সলমন খানের ‘টাইগার থ্রি’ এর পথও প্রশস্ত করে দিল। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন প্রজন্মের সুপারস্টার কার্তিক আরিয়ানের ছবি ‘শেহজাদা’ মুক্তি পেতে চলেছে। পাঠানের সামনে কত বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে সেটাই দেখার।
প্রসঙ্গত, ২০১৮ তে শেষ মুক্তি পেয়েছিল জিরো, যে ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তারপরেই স্বেচ্ছায় কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন শাহরুখ। এই চার বছর ধরে নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করেছেন তিনি। পাঠানের সাফল্য দেখে মিডিয়া এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন কিং খান।