গরু, কয়লা পাচারের পর বীরভূমে নতুন স্ক্যমের পর্দা ফাঁস! ৩০কোটি টাকা আত্মসাৎ করে ধৃত যুবক

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার, কয়লা পাচার এখন অতীত! কেষ্টগড়ে ফের আরেক দুর্নীতির পর্দাফাঁস। ৩০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এক চিটফান্ড (Chit Fund) সংস্থার বিরুদ্ধে। এই বিপুল পরিমাণ টাকা বোলপুরের (Bolpur) প্রায় দেড়শ জনের বেশি যুবক যুবতীদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শেয়ার মার্কেটে খাটানোর নামে কোটি কোটি টাকা তুলে এরপর নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেয় ওই সংস্থা। ঘটনায় বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। এরপরই গ্রেফতার করা হয় ওই যুবককে। বোলপুরের এই চিটফান্ড সংস্থার কর্ণধার হলেন শুভ্রায়ন শীল। তিনি যে সংস্থা চালাচ্ছিলেন তার নাম এসএস কন্সালটেন্সি।

একদিকে, বীরভূমে গরুপাচার মামলার তদন্ত করছে দুই কেন্দ্রীয় ইডি ও সিবিআই। নিত্যদিন তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য। গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ৷ শুধু তাই নয়, এই জেলাতেই হয়েছে কয়লা পাচারের যোগ। এসবের রহস্যভেদ না হতেই ফের সামনে নতুন চিটফান্ড সংস্থা।

সূত্রের খবর, বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্ৰায়ন শীল। সংস্থাকে দেউলিয়া ঘোষণা করে দিয়ে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। প্রায় ৩ মাস পর তাকে খুঁজে পান লগ্নিকারীরা। তারপরেই পুলিশ গ্রেফতার করে অভুযুক্তকে। জানা গিয়েছে বাজার থেকে মোট ৩০ কোটি টাকা তুলেছেন ওই যুবক। মাত্র ১ বছরেই দামি বাইক, চার চাকা গাড়ি ও দামি মোবাইল কিনে ফেলেছেন ওই যুবক। এমনটাই অভিযোগ স্থানীয়দের।

chitfund

গ্রেফতারির পর ধৃত যুবক বলেন, “আমি একটা কোম্পানি খুলেছিলাম। সেটায় ক্ষতি হয়েছে । তবে, আমি ওদের কাছে সময় চেয়েছিলাম। টাকা ফিরিয়ে দেব বলে।” প্রশ্ন করা হলে কোটি টাকা তোলার কথাও স্বীকার করে নেন অভিযুক্ত যুবক।লগ্নিকারীদের মধ্যে একজন বলেন, “আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সুদ-সহ ফেরত দেবে বলে। বোলপুরের শতাধিক ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। পরে সেই টাকা না ফিরিয়ে পালিয়ে যায়। খাবার ডেলিভারি বয়ের থেকে ওর খবর পাই। 30 কোটি টাকার বেশি লুঠ করেছে। আমরা চাই পুলিশ আমাদের টাকা আদায় করে দিক।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর