নিয়োগ দুর্নীতিতে এবার ইলিশ কাণ্ড! ED-র জেরায় বিস্ফোরক দাবি কুন্তলের

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ক্রমশ্যই ঘনভূত হচ্ছে রহস্য। সম্প্রতি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছে হুগলির তৃণমূল (TMC) যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারী সংস্থার হাতে। সেই ধারাই বজায় রেখে এবার নিয়োগ দুর্নীতিতে প্রকাশ্যে এল ইলিশ (Hilsa) তত্ত্ব।

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি ইস্যুতে গতবছর গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আপাতত জেলেই দিন কাটছে তার। অন্যদিকে, এই একই মামলায় ধৃত কুন্তল ঘোষ হুগলির যুব তৃণমূল নেতা। দুই নেতার যোগাযোগ যে নিবিড় ছিল তার প্রমান আগেই পেয়েছে গোয়েন্দা সংস্থা। এবার পার্থ বাবুকে ইলিশ উপহার দিয়েছিলেন বলে জানালেন কুন্তল।

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জেরায় কুন্তল দাবি করেন, ১/২ কিলো নয়, ২৫ কিলোর ইলিশ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে উপহার দিয়েছিলেন তিনি। ইডি সূত্রে এমনটাই খবর। জেরায় যুব তৃণমূল নেতা আরও জানান, ২০১৯ সালের বর্ষায় কোলাঘাট থেকে প্রায় ২৫ কিলো ওজনের ইলিশ কিনে নিজের গাড়িতে করে সেই ইলিশ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন কুন্তল।

পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নগদ টাকা পৌঁছানো নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। দক্ষিণ কলকাতায় পার্থবাবুর নাকতলার বাড়িতে টাকা নিয়ে যেতেন কুন্তল, এমনটাও দাবি ইডির। এমনকি গতবছর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমান টাকা উদ্ধার করেছে ইডি, তার একাংশ কুন্তল মারফত এসেছিল বলেও দাবি ইডি সূত্রে।

kuntal ghosh

শুধু তাই নয়, নামে-বেনামে কমপক্ষে ১০০টি বিলাসবহুল গাড়ির মালিক কুন্তল। ঠিক এমনই দাবি ডিরেক্টরেট সূত্রে। নিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কুন্তল। এমন তথ্যই উঠে এসেছে বারবার। এবার ইডির অভিযোগ, দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি নগদে জমা করেছিলেন যুবনেতা। এমনটাই আদালতে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

ডিরেক্টরেট সূত্রে দাবি, কুন্তলের সেই শতাধিক গাড়ি গুলি বিভিন্ন প্রভাবশালীকে ‘উপহারস্বরূপ’ দিতেন যুবনেতা। তবে কারা সেই প্রভাবশালী! কতজনকে উপহার দিয়েছেন কুন্তল? দামী উপহারের বিনিময়ে কুন্তলের প্রাপ্তি কী ছিল? এইসব উত্তরের খোঁজে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর