টানা চারবার ‘বার” নির্বাচনে মিলল অভাবনীয় সাফল্য, বাম-কংগ্রেসের জোটে ধরাশায়ী তৃণমূল

বাংলাহান্ট ডেস্ক : নজিরবিহীন সাফল্য বাম-কংগ্রেস জোটের। জেলা বার নির্বাচনে বাম ও কংগ্রেসের আইনজীবীরা একটানা চারবার নির্বাচনে পরাস্ত করল রাজ্যের শাসক দল তৃণমূলকে। তারা ধরে রাখল জেলা বার অ্যাসোসিয়েশনের ক্ষমতাও। তবে গতবার আটটি আসন দখলে ছিল এই জোটের। এবার একটি আসন কমে তাদের দখলে রইল সাতটি আসন।

অপরদিকে একটি আসন বেড়ে তৃণমূল কংগ্রেসের দখলে এলো ছয়টি আসন। ফলে ২ পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি ফুটল বাম ও কংগ্রেস আইনজীবীদের মুখে। বিজেপি ও জোট শরিক সিপিআই এই নির্বাচনে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই দলের আইনজীবীরা। এর ফলে বিশেষ কোনো সুবিধা করতে পারেনি কোনও দল।

গতবারের মতো এবারও বিজেপি তৃতীয় স্থান দখল করেছে নির্বাচনে। আইনজীবীদের একাংশ একটানা চারবার বাম ও কংগ্রেসের এই সফলতাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছেন। বারের কার্যালয় প্রতিবারের মতো এবারও নিয়ম মত নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের। ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত একটানা চলে স্ক্রুটিনি ও ভোট গণনার কাজ। এই নির্বাচনে ভোট দিয়েছেন ১৫২৮ জন মোট ৪৩ জন প্রার্থীকে।

Bar election

দুর্দান্ত এই সাফল্যে খুশি বাম, কংগ্রেস দুই পক্ষই। এই অবস্থায় কংগ্রেসের আবেদন মেনে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে সেখানে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বামেরা। বিষয়টি নিয়ে জোটের সাধারণ সম্পাদক পদে জয়ী ও জেলা কংগ্রেস নেতা তারক মুখোপাধ্যায় বলেছেন, এর আগেও জোট হয়েছিল বাম ও কংগ্রেসের মধ্যে। ভবিষ্যতেও তা বজায় থাকবে আশা করি। এভাবে প্রতিদ্বন্দ্বিতা করে রুখে দেওয়া যায় শাসক দলকে। তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ বার নির্বাচনের ফলাফল।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর