প্রয়াত পারভেজ মোশারফ! ধোনিকে দেওয়া তার পরামর্শ আজও তাজা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারা গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Parvez Musharraf)। দুবাইয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর একটি হাসপাতালে গেছেন তিনি। বহুদিন ধরে অসুস্থ মোশারফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

তাকে একটি বিশেষ কারণে ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) পাকিস্তানের মাটিতে ব্যাটিং করতে দেখে তার বড় ভক্ত হয়ে উঠেছিলেন পারভেজ মোশারফ। তিনি একবার মহেন্দ্র সিংহ ধোনিকে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন, যা ক্রিকেট ভক্তরা আজ অবধি মনে রেখে দিয়েছেন।

নিজের কেরিয়ারের শুরুর দিকে ধোনি লম্বা চুল রাখতেন এবং নিজের সেই স্টাইলের জন্য তিনি বেশ জনপ্রিয়ও হয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফও ধোনির এই চুলের ধরণ দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি
তারকা উইকেটরক্ষককে নিজের সেই চুল ছোট না করার পরামর্শ দিয়েছিলেন। যদিও ধোনি কিছুকাল পরে তার চুল কেটে সাধারণ মাপের করে ফেলেছিলেন।

এই পরামর্শটি তিনি ধোনিকে দিয়েছিলেন ২০০৫/০৬ মরশুমে যখন ভারতীয় দল পাকিস্তান সফর করেছিল। সফরের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ধোনি ৪৬ বলে ৭২ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান এবং ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পান।

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পারভেজ মোশারফ ধোনির প্রশংসা করে বলেন, ‘আমি মাঠে অনেককে বলতে দেখেছি, যাতে তোমাকে চুল কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো যে তোমাকে এভাবেই ভালো লাগে, তোমার চুল কাটাই উচিত নয়। এভাবেই তোমাকে দেখতে ভালো লাগছে।

পারভেজ মোশাররফ ১৯৪৩ সালে নয়াদিল্লির দরিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। এর ৪ বছর পরে তার পরিবার পাকিস্তানে পাকাপাকিভাবে বসবাস করার সিদ্ধান্ত নেয়। পারভেজ মোশারফ মাঝে কয়েক বছর তুরস্কেও বসবাস করেছিলেন। পারভেজ মোশারফ করাচির সেন্ট প্যাট্রিক স্কুলে স্কুলে এবং পরবর্তীতে লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর