রাজকীয় বিয়ে সিড-কিয়ারার, মেনু দেখলেই চোখ উঠবে কপালে

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে (Bollywood) বেজেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘শেরশাহ’ জুটি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা যাচ্ছে, রাজস্থানের জলসামীরে বসতে চলেছে বিয়ের আসর। ভিক্যাটের মতোই রাজকীয় ভাবে বিয়ে সারবেন এই তারকা জুটি।

২০২১ সালে অতিমারী চলাকালীন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এই তারকা জুটির ‘শেরশাহ’ ছবি। দর্শকদের মনে ব্যাপক সারা ফেলেছিল সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানির (Kiara Advani) রসায়ন। ছবিতে কার্গিল যুদ্ধের নায়ক বিক্রম বাত্রার চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা। এই ছবিতে একসাথে কাজ করেই প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের দুজনের মধ্যে। এবার তাঁরা শুরু করতে চলেছেন নতুন জীবন।

Siddharth Malhotra and Kiara Advani

যদিও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই তারকা জুটি। তবে অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে, এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে খাবারের তালিকায় স্থান পাচ্ছে রকমারি খাবার। অতিথিদের জন্য থাকছে বিশেষ আয়োজন। মেনুতে জায়গা পেতে চলেছে রাজস্থানের নানান অথেন্টিক খাবার।

Kiara-Sidharth

থাকছে চাইনিজ, জাপানিজ, ইতালিয়ান, আফগানি, পাঞ্জাব সহ বিভিন্ন দেশের বিখ্যাত খাবার। থাকছে মাকাইয়ের রুটি। মিষ্টান্ন পদে থাকছে লাড্ডু, রাবড়ি, হালুয়া এবং ক্ষীর। কোনটা ছেড়ে কোনটা খাবেন তা বুঝেই উঠতে পারছেন না আত্মীয় থেকে শুরু করে অতিথিরা।

sidharth kiara

জানা যাচ্ছে, মোট ৩ দিনের জন্য বুকিং করা হয়েছে হোটেল। অতিথি তালিকায় রয়েছেন প্রায় ১০০ জন। আমন্ত্রণ পেয়েছেন আম্বানি পরিবার, করণ জোহার, শাহিদ কাপুর সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। ব্যবস্থা করা হয়েছে ৭০ টি বিলাসবহুল গাড়ির। বিয়ের আসরে অতিথিরা নিয়ে যেতে পারবেন না মোবাইল। অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে, অতিথিদের মনোরঞ্জনের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা।

additiya

সম্পর্কিত খবর