‘আপেলকে আপেল বলব, কমলা নয়”, সংসদে হা#মি বলায় সাফাই মহুয়া মৈত্রর

বাংলা হান্ট ডেস্ক : মহুয়া মৈত্রর (Mahua Moitra) অসংসদীয় শব্দ ব্যবহার নিয়ে শোরগোল গোটা দেশে। তৃণমূল কংগ্রেসের সাংসদকে (TMC MP) তাঁর আচরণের জন্য ক্ষমা চাইতেই হবে। এমন দাবি করে গেরুয়া শিবির। অপরদিকে নিজের অবস্থানে অনড় কষ্ণনগরের সাংসদ। তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে নারাজ তিনি। উল্টে মহুয়া দাবি করেন, ‘একটা আপেলকে আপেল বলব না তো কি কমলালেবু বলব?’

আজ বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী। তাঁদের প্রশ্নের জবাবে মহুয়া বলেন, ‘আমি ১২ মিনিটর নির্দিষ্ট সময়সীমার মধ্যে বক্তব্য রাখতে শুরু করেছিলাম। ১৬ মিনিট বক্তব্য রাখি। অথচ এই পুরো সময়টা ধরে বিজেপির ওই সাংসদ নির্লজ্জভাবে আমাকে উদ্দেশ্যে করে খারাপ কথা বলে যাচ্ছিলেন। স্পিকার একটানা তাঁকে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলেন। তারপরও স্পিকারের কথা তিনি পাত্তাই দেননি। কই তা নিয়ে তো কেউ কিছু বলছে না!’

এদিন মহুয়া আরও বলেন, ‘আসলে ভুলটা আমাদেরই। ২০২০-২১ সালেই আমাদের আদানি গোষ্ঠীর এই দুর্নীতি নিয়ে আরও বেশি করে সরব হওয়া উচিত ছিল। আমরা এখন যতটা মুখ খুলছি, তখন তা করতে পারিনি। ফলে এখানে সাধারণ মানুষে ১ লাখ কোটি টাকা লুঠ করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি আপেলকে আপেল বলেছি সেটা?’ তৃণমূল সাংসদ সাংবাদিকদের আরও জানান, ‘আমাকে বলা হচ্ছে একজন মহিলা হয়ে আপনি কী ভাবে এমন কথা বলেন। পালটা প্রতিবাদ করার জন্য কি আমায় একজন পুরুষ হতে হবে? বিজেপির পুরুষতান্ত্রিক মনোভাব এখানে পরিষ্কার হয়ে উঠছে।’

mahua moitra 2

নিজের টুইটার হ্যান্ডেল থেকে একের পর এক টুইট করে এই বিতর্ক নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মহুয়া। তিনি তাঁর আচরণ নিয়ে একটুও অনুতপ্ত নন। ক্ষমা চাইবেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশন চলাকালীন মহুয়া মৈত্রর একটি বক্তব্য নিয়ে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে শোনা যায়, উঠে দাঁড়িয়ে অসংসদীয় শব্দ ব্যবহার করছেন মহুয়া। সঙ্গে সঙ্গে সাংসদরা সরব হন মহুয়ার বিরুদ্ধে। শুরু হয় চরম শোরগোল।

এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠে যায় তাঁর সংস্কৃতি ও শিক্ষা নিয়েও। এই ঘটনার আগে আদানি প্রসঙ্গে বিজেপি সরকারকে তুলোধোনা করেন তৃণমূল কংগ্রেস সাসংদ। তার ভাষণের পরই বক্তব্য রাখতে ওঠেন তেলগু দেশম পার্টির সাংসদ কে রামমোহন নাইড়ু। সংসদ টিভির ভিডিয়ো ক্লিপিংসয়ে দেখা গিয়েছে, তাঁর বক্তব্যের মাঝেই মহুয়া মৈত্রর ওই বিতর্কিত মন্তব্য করছেন।

Sudipto

সম্পর্কিত খবর