প্রেক্ষাগৃহ পেরিয়ে এজলাসেও ‘পাঠান’! শাহরুখ খানের জন্য বকা খেলেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ ‘পাঠান’, মুক্তির পর থেকেই সারা দেশের মুখে এই একটাই নাম। তবে মুক্তির পর বলছি কেন, ছবির প্রথম গান সামনে আসতেই তাকে ঘিরে উত্তাল দেশ। বহু বিতর্ক, সমালোচনা, কটাক্ষের ঝড় পেরিয়ে মুক্তির প্রথম শো থেকেই সারা পৃথিবীতে সায় ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan)।

ঘরের ড্রয়িং রুম, পাড়ার মোড়ের আড্ডা থেকে নেট মাধ্যম, আর অবশ্যই রাজনৈতিক মহল সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ছবি। সেসব পর্যন্ত তো ঠিক আছে। তবে এবার সটান কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) ঢুকে পড়ল পাঠান। বিচলিত হবেন না, কোনো নতুন মামলা নয়, এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় উঠে এল ‘পাঠান’ প্রসঙ্গ। তাও আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে।

প্রসঙ্গত, এদিন নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে উপস্থিত এক আইনজীবীকে হঠাৎ প্রশ্ন করেন- ‘আপনি পাঠান দেখেছেন?’ উত্তরে আইনজীবী জানান, এখনও তিনি পাঠান দেখেননি ঠিকই কিন্তু আগামী শুক্রবার তার সহকর্মী আইনজীবীদের সাথে দেখতে যাওয়ার কথা রয়েছে।

এরপর তখন বিচারপতি বলেন বলেন, তিনিও ‘পাঠান’ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন বটে তবে তার সেই ইচ্ছার জন্য বন্ধুর কাছে বকা খান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার বন্ধু বিচারপতিকে বলেন, এই কাজ যেন তিনি ভুলেও না করেন। বন্ধুর কথা মতই আর ‘পাঠান’ দেখা হয়নি তার। বিচারপতির কথা শুনে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক তাকে বলেন, ‘আপনি ‘পাঠান’ দেখতেই পারেন কারণ ‘পাঠান’ অত্যন্ত বিনোদনমূলক একটি সিনেমা।’

pathaan

উল্লেখ্য, ‘পাঠান’ ছবির প্রথম গান সামনে আসার পর থেকেই বিতর্কের শিরোনামে এই ছবি। তবে সমস্ত বিতর্ক, সমালোচনা কাটিয়ে বলিউড কিং-এর এই ছবি যে কেউই এড়িয়ে যেতে পারেননি তার প্রমান মিলেছে বক্স অফিসে। রেকর্ড গড়ে মঙ্গলবার অবধি ভারতে এই ছবি মোট ৪৩০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর