‘১৪০ কোটি জনতা আমার সুরক্ষা কবচ, বিরোধীরা ভাঙতে পারবে না”, লোকসভায় বললেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : সংসদে রাহুল গান্ধীর আগ্রাসী ভাষণের জবাব দিতে গিয়ে আরও আগ্রাসী মনোভাব দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। তিনি সংসদে বলেন, ‘কেউ কেউ নিজের পরিবারের জন্য বাঁচছেন। মোদিতো দেশের ১৪০ কোটি মানুষের পরিবারের সদস্য হয়ে উঠেছে। এটাই আমার সুরক্ষাকবচ।’ রাহুলকে (Rahul Gandhi) রীতিমতো আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, একজন বিরোধী নেতা কাল এত কথা বলেছেন। রাতে ভাল ঘুম হয়েছে নিশ্চয়ই। তাই আজ আর আসতে পারেননি।

মঙ্গলবার সংসদে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মোদির ‘সুসম্পর্ক’-র অভিযোগ নিয়ে সরব হন রাহুল। একের পর এক প্রশ্নবাণে মোদিকে জর্জরিত করেন রাহুল। রাহুল প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির কী সম্পর্ক? কতবার আদানির সঙ্গে গোপনে দেখা করেছেন মোদি? প্রধানমন্ত্রীর সঙ্গে কতবার বিদেশ সফরেই বা গিয়েছেন তিনি? পরে গিয়ে কতবার প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যোগ দিয়েছেন আদানি? প্রধানমন্ত্রীর সফরের পরই কেন আদানি সব দেশে গিয়ে ব্যবসার বরাত পান?

modi 3

রাহুলের এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ জেরে প্রধানমন্ত্রী মনে করছেন তাঁর চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর পরই রাহুলের ওই সমস্ত অভিযোগের জবাব দিতে গিয়ে তাঁকে রীতিমতো আক্রমণ করেছেন মোদি। এদিন সংসদে অবশ্য হাজির ছিলেন না রাহুল। সেই প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘ভাল কিছু হলেই ওরা হতাশ হয়ে যায়।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নিজের দলের অবস্থান অনুযায়ী কথা বলছেন বিরোধীরা। তাতে স্পষ্ট হয়ে যায় বিরোধী দলগুলির কার কী রুচি। মোদি বলেন, ‘আসলে ওদের ভিতরটা ঘৃণায় ভরতি। সেই ঘৃণা বেরিয়ে আসছে। ওদের পুরো বাস্তুতন্ত্রটাই প্রকাশ্যে চলে আসছে।’

নমো এদিন বলেন, ‘ওরা ভাবে মোদিকে (Narendra Modi) গালি দিলেই আমাদের উন্নতি হবে। কিন্তু এতে কোনও লাভ হবে না। ২২ বছরেও ওরা শিখল না যে মোদিকে গালি দিয়ে কোনও লাভ নেই। দেশের মানুষ মোদিকে ভরসা করে। আর এই ভরসা ২২ বছর ধরে কাজ করার ফলে তৈরি হয়েছে।’ প্রধানমন্ত্রী এদিন দাবি করেন ‘ওরা একটা পরিবারের কথা ভাবে। আমি ২৫ কোটি পরিবারের কথা ভাবি।’

Sudipto

সম্পর্কিত খবর