রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা, দলীয় সাংসদের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : ফের কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটে রাহুলকে ‘ইয়ুথ আইকন’ বলেও আখ্যা দিলেন তিনি। শুধু তাই নয় রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) দেওয়া বক্তব্য অন্যতম সেরা বলেও মনে করেন আসানসোলের তৃণমূল সাংসদ। অবশ্য জোড়াফুলের এই তারকা সাংসদের রাহুল প্রতি এমন মন্তব্যে মোটেই খুশি নন তাঁর দলের নেতারাই। রাহুল সম্পর্কে শত্রুঘ্ন সিনহা ব্যক্তিগত মত প্রকাশ করেছেন বলে মনে করেছেন দলের অপর এক সাংসদ।

আরও একবার রাহুল গান্ধীর প্রশংসা ‘বিহারীবাবু’র। এর আগে রাহুলের নেতৃত্বে দেশ জুড়ে চলা ‘ভারত জোড়ো যাত্রা’র প্রশংসাও শোনা গিয়েছিল শত্রুঘ্ন সিনহার মুখে। এবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর রাহুলের দেওয়া জবাবি ভাষণ তাঁর সেরা ভাষণগুলির মধ্যে অন্যতম বলেও দাবি করেন তিনি। এরই পাশাপাশি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও কড়া সমালোচনা করেছেন তিনি।

টুইটে শত্রুঘ্ন সিনহা লেখেন, ‘আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা সবাই শুনেছি। নরেন্দ্র মোদি সংসদে তাঁর দেড় ঘণ্টার দীর্ঘ বক্তৃতায় দুর্ভাগ্যজনকভাবেই ইয়ুথ আইকন রাহুল গান্ধীর করা কোনও প্রশ্নের উত্তরই দেননি। মানুষ রাহুল গান্ধীর প্রশংসা করছেন। বলা হচ্ছে যে এটি সংসদে তাঁর সেরা ভাষণগুলির অন্যতম।’

shatrughan rahul

এদিকে রাহুল গান্ধী প্রসঙ্গে আরও একবার শত্রুঘ্ন সিংহার এই জাতীয় মন্তব্যে বেশ বিরক্ত দল। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এদিন একটি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত মত। এটা দলের মত নয়। কংগ্রেসের নিজস্ব কর্মসূচি হল ভারত জোড়ো যাত্রা। কংগ্রেসের উচিত আগে নিজেদের দলটাকে জোড়া। বিভিন্ন রাজ্যে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্চেন কংগ্রেসের জনপ্রতিনিধিরা।’

এর আগে ভারত জোড়ো যাত্রা সম্পর্কে শত্রুঘ্ন বলেন, ‘রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক । দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি । রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উত্‍সাহিত করবে । ওঁর লক্ষ্য অনেক বড় ও শুভ । আমার আন্তরিক শুভেচ্ছা রইল ।’ বিহারীবাবুর এই মন্তব্য নিয়েও বেশ ভালোই বিতর্ক হয় দলের মধ্যে।

Sudipto

সম্পর্কিত খবর