বিড়ির পর এবার মাছ ব্যবসায়ী, হাওড়ায় হানা আয়কর দফতরের! কী মিলল তল্লাশিতে?

বাংলা হান্ট ডেস্কঃ শহরে ফের একবার আয়কর (Income Tax) হানা (Raid)। এবার আয়কর দফতরের নজরে মাছ ব্যবসায়ীরা। বুধবার হাওড়ায় (Howrah) মাছ ব্যবসায়ী (Fish Businessman) তাজ মহম্মদের বাড়িতে বিশেষ অভিযান চালালেন আয়কর দফতরের কর্তারা। জানা গিয়েছে, এদিন সকাল ৯ টা নাগাদ সেই ব্যবসায়ীর বাড়িতে চারটি গাড়ি করে পৌঁছান আধিকারিকরা। প্রায় ঘন্টা চারেক চলে ম্যারাথন তল্লাশি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতেই এই অভিযান চালায় আয়কর দফতর। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশে চিংড়ির ব্যবসা রয়েছে। বিদেশে মাছ রপ্তানি করেন তাজ মহম্মদ। যে আবাসনে তিনি থাকেন, সেই আবাসনের সভাপতি পদেও রয়েছেন তিনি। এলাকায় প্রভাবশালী ও ধনী ব্যক্তি হিসেবে নাম রয়েছে তার।

এদিন আয়কর অভিযানের পর ব্যবসায়ীর পরিবারের এক মহিলা সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘আপনাদের যা জানার আছে তা আপনারা আয়কর আধিকারিকদের কাছ থেকে গিয়ে জানুন। ওদের সঙ্গে কথা বলুন। হতে পারে ওদের কিছু সমস্যা ছিল। আমরা পুরোপুরি ক্লিয়ার। কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে, বাকি আমরা এর বেশি কিছু বলতে পারব না।”

পাশাপাশি আবাসনের অন্যান্য বাসিন্দারা জানান, ২০০০ সালে ওই আবাসনটি তৈরি হয়, ২০০২ সাল থেকেই ওই আবাসনের একটি ফ্ল্যাটে সপরিবার থাকেন ওই ব্যবসায়ী। দীর্ঘ ৬ বছর ধরে ওই আবাসনের সভাপতি পদেও রয়েছেন তাজ মহম্মদ। সমাজের বিভিন্ন মহলে তার প্রভাব রয়েছে বলেও দাবি আবাসিকদের।

income tax raid

অন্য এক আবাসিক আবার বলেন, তাজ মহম্মদের সাথে অনেক রাজনৈতিক নেতার ওঠাবসা রয়েছে। বেশ প্রভাবশালী তিনি, সাথেই বিপুল সম্পত্তির মালিক। পাশাপাশি তিনি বলেন আবাসিকদের কারও সঙ্গে খুব একটা মেলামেশাও করেন না মহম্মদ ও তার পরিবার। প্রসঙ্গত, এদিন শুধু হাওড়াই নয়, এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক জায়গায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে সূত্রের খবর।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর