বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাগপুরে ভারতের কাছে লজ্জার হারের পর অনেকটা সতর্ক হয়েছে অস্ট্রেলিয়া। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী স্পিনের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলনে আরো অনেকটা সময় দিচ্ছেন অজিরা। যদিও এই সিরিজ শুরু হওয়ার আগেই নকল অশ্বিন, সিডনিতে টার্নিং ট্র্যাক ইত্যাদির নানান রকম অভিনব অনুশীলন সেরে তারপর নাগপুরে মাঠে নেমেছিল কামিন্সরা। কিন্তু কোন লাভ হয়নি। ইনিংস ও ১৩২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হেরেছিল তারা।
প্রকাশ্যে কিছু না বললেও ব্যাপারটি একেবারে মেনে নিতে পারেননি প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ভারতীয় দলের বিরুদ্ধে ২ ইনিংসেই স্পিনারদের সামলে সেট হয়েছিলেন। প্রথম ইনিংসে ১০৭ বলে খেলার পর জাদেজার আর্ম বলে ঠকে গিয়ে বোল্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও ২৫ রান করার পর একই ভাবে বোল্ড হয়েছিলেন তিনি। কিন্তু সেই বাটন জাদেজার ওই ডেলিভারিটি নো বল হিসাবে গণ্য হওয়ায় রক্ষা পান। যদিও তাতে অস্ট্রেলিয়ার বিশেষ কিছু লাভ হয়নি।
যারা স্টিভ স্মিথকে ব্যক্তিগত ভাবে চেনেন তারা অনেকেই এই বিষয়ে একমত যে তিনি ব্যাটিং করতে অত্যন্ত ভালবাসেন। একসময় অশোক দিন্দার সাথে আইপিএলে একই দলে খেলতেন স্মিথ। দিন্দা পরবর্তীকালে জানিয়েছেন যে স্মিথ টিম মিটিং বা অফিসিয়াল ইভেন্টে যেতে পছন্দ করতেন না বরং সেই সময় ক্রিকেট অনুশীলন করার জন্য সঙ্গী খুঁজতেন।
এই ঘটনা প্রায় ১১ বছর আগের। কিন্তু এখনও পরিবর্তন হয়নি স্মিথের এই স্বভাব। এখনও তিনি আগের মতোই ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করেন এবং নিজের ব্যাটিংটি উপভোগও করেন। ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিং করার সময় যে বলগুলিতে তিনি বিট হচ্ছিলেন, সেই ডেলিভারিগুলির পরেও তিনি বুড়ো আঙুল দেখিয়ে বোলারকে কৃতিত্ব দিচ্ছিলেন। এখন দিল্লি টেস্টের আগে মার্নাস লাবুশানের সঙ্গে একই নেটে অভিনব ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে। নেটের ভেতর উইকেটের সামনে ব্যাট করছিলেন লাবুশানে। তার এবং উইকেটের পেছনে লাবুশানের মিস করা বলে স্ট্রোক খেলছিলেন স্মিথ।
এই দেখে এক ভারতীয় ক্রিকেটপ্রেমী টুইট করেছেন যে স্মিথ এবং লাবুশানের মধ্যে বোঝাপড়া এতটাই ভালো যে তারা একসাথে অনুশীলন করছেন। এর জবাবে লাবুশানে বলেছেন, “এটা নির্দিষ্ট কোনও পরিকল্পনা নয়। কোনও নেট খালি না থাকায় স্মাজ (স্টিভ স্মিথ) অধৈর্য হয়ে আমার নেটে ঢুকে পড়েছিল।” এখন দেখার যে দিল্লি টেস্টে বাকি অজি ক্রিকেটাররা স্মিথকে যথাযথ সঙ্গ দিতে পারেন কিনা।