বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেরালা ব্লাস্টার্সের (Kerala Blastars) বিরুদ্ধে ম্যাচটা এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কাছে ছিল টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আজ হারলেই ডার্বির আগে টপ সিক্স হাতছাড়া হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল তাদের সামনে। কেরালা ব্লাস্টার্স ম্যাচের ১৬ মিনিটে গোল খাওয়ার পর সেই সম্ভাবনা আরও প্রবল হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তন করে আইএসএল (ISL) পয়েন্টস টেবিলের টপ সিক্সে নিজেদের অবস্থান নিশ্চিত করল সবুজ মেরুণ শিবির।
আজ পিছিয়ে পড়ার পর কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোলে ভর করে ম্যাচ জেতে এটিকে মোহনবাগান। ১৬ মিনিট নাগাদ দিমিত্রসের গোলে যুবভারতীতে লিড নেয় অ্যাওয়ে দল। এই সময়ে অনেক সবুজ মিলন ভক্তই প্লে অফের আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু ২৩ মিনিট নাগাদ দুর্দান্ত হেডারে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান ম্যাকহিউ।
প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলেই। ক্ষমতা ফেরার পর থেকেই যেন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে চলাফেরা করছিল এটিকে মোহনবাগান ফুটবলাররা। কেরালা ডিফেন্স এর পক্ষে সেই আক্রমণের ঝাঁঝ সামলানো মুশকিল হয়ে পড়ছিল। তৃতীয়ার্ধে একবার নিশ্চিত পেনাল্টি থেকেও বঞ্চিত হয় হোম টিম।
কিন্তু ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান রাহুল কেপি। ফলে সুবিধা হয়ে যায় এটিকে মোহনবাগানের। ৭১ মিনিটে দুর্দান্ত কল করে এটিকে মোহনবাগানকে লিড এনে দেন সেই ম্যাক হিউ। এরপরও অনেক গোল করতে পারতো এটিকে মোহনবাগান কিন্তু গোটা ম্যাচের মতোই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি।
২-১ ফলে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো সবুজ মেরুণ শিবির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অর্থাৎ কলকাতা ডার্বিতে নামার আগে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে। গ্রুপ পর্বের শেষটাও বড় ব্যবধানের জয় দিয়েই করতে চাইবে এটিকে মোহনবাগান শিবির।