বাংলাহান্ট ডেস্ক: ট্রেনে চেপে বিদেশ যেতে চান? বিমানের খরচ খুবই বেশি তাই ভাবছেন যদি ট্রেনেই বিদেশ যাওয়া যেত? চিন্তা করবেন না। ভারতীয় রেল (Indian Railways) আপনাকে সেই সুবিধাও দিচ্ছে। ট্রেনে চেপেই আপনি সহজেই বিদেশ থেকে ঘুরে আসতে পারেন। কোন কোন দেশে যেতে পারবেন জানেন? এই প্রতিবেদনে আপনাকে আমরা দেব সেই উত্তর।
ভারতীয় রেলের এমন কয়েকটি রুট রয়েছে যেগুলি সরাসরি বিদেশ চলে গিয়েছে। তবে লন্ডন, আমেরিকা, ইউরোপ নয়। ট্রেনে চেপে কাছের বিদেশেই যাওয়া যায়। ভারতীয় রেল কেবল দেশেই নয়, বিদেশেও ট্রেন চালায়। এই ট্রেনে করে সহজেই আপনি পৌঁছে যাবেন ভারতের প্রতিবেশী দেশগুলিতে। অর্থাৎ বাংলাদেশ ও পাকিস্তানে ট্রেন পরিষেবা দেয় ভারত।
সমঝোতা এক্সপ্রেস
ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) কূটনৈতিক সম্পর্ক যেমনই হোক না কেন, দু’দেশের মানুষের মধ্যে সেতুবন্ধনের লক্ষ্যে চালু হয়েছিল সমঝোতা এক্সপ্রেস (Samjhauta Express)। ১৯৭৬ সালের ২২ জুলাই সিমলা চুক্তি সই করার পর চাকা গড়িয়েছিল এই ট্রেনের। প্রথম দিকে অমৃতসর (Amritsar) থেকে লাহৌর (Lahore) পর্যন্ত চলত ট্রেন। পরে আশির দশকে ভারতী সরকার এই ট্রেনের যাত্রাপথ কেটে আট্টারি (Attari) অবধি করার সিদ্ধান্ত নেয়।
ট্রেনে করে অমৃতসর থেকে লাহৌরের দূরত্ব মাত্র ৫২ কিলোমিটার। প্রথম দিকে ট্রেনটি প্রতিদিন চালানো হলেও পরে দ্বি-সাপ্তাহিক করে দেওয়া হয়। সোমবার ও বৃহস্পতিবার চলত সমঝোতা এক্সপ্রেস। ২০০০ সালের ১৪ এপ্রিল সমঝোতা এক্সপ্রেসের রুট কেটে মাত্র ৩ কিলোমিটার করে দেওয়া হয়। রেল সিদ্ধান্ত নেয়, দিল্লি থেকে আট্টারি অবধি একটি ট্রেন চালানো হবে। আট্টারি থেকে যাত্রীরা ট্রেন বদলে সমঝোতা এক্সপ্রেস ধরে ওয়াঘা (Wagah) যাবেন।
ভারত থেকে পাকিস্তান যেতে হলে পাকিস্তানের ভিসা থাকা আবশ্যক। তবে বর্তমানে এই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৯ সালে এই ট্রেনটি বাতিল করে দেয়। কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে চলা কূটনৈতিক বিবাদ। এই ট্রেনটি শুধু যাত্রী বা মালবহনই করত না। এটি ভারতের সঙ্গে পাকিস্তানকে জুড়ে দিত। কিন্তু দু’দেশের সম্পর্কে চিড় ধরায় এই পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।
মৈত্রী এক্সপ্রেস
পাকিস্তানের মতোই ভারতের সঙ্গে বাংলাদেশও (Bangladesh) জুড়ে গিয়েছে রেলপথে। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছ’দিন কলকাতা (Kolkata) থেকে ছাড়ে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। এটি যায় বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka) অবধি। এটিই হল ভারত ও বাংলাদেশকে সংযোগকারী প্রথম সম্পূর্ণ বাতানুকূল ট্রেন। মৈত্রী এক্সপ্রেস ২০০৮ সালে চালু হয়েছিল। ১৯৪৭-এর দেশভাগের পর দু’দেশের রেলপথে বাধা পড়েছিল। কিন্তু দু’দেশের সরকার মিলে পুনরায় সেটি চালু করেছে।
বন্ধন এক্সপ্রেস
ভারত ও বাংলাদেশের মধ্যে আরও একটি আন্তরাষ্ট্রীয় ট্রেন চলে। এটি হল কলকাতা থেকে খুলনা (Khulna) গামী বন্ধন এক্সপ্রেস (Bandhan Express)। এটি চালু হয়েছিল ২০১৭ সালের ৯ নভেম্বর। আগে এই রুটে বরিশাল এক্সপ্রেস (Barishal Express) চলত। প্রথম দিকে শুধু বৃহস্পতিবার চললেও এখন এটি সপ্তাহে দু’বার চলে। প্রতি রবিবার ও বৃহস্পতিবার কলকাতা ও খুলনার মধ্যে যাতায়াত করে বন্ধন এক্সপ্রেস।