দেব পয়সা দিচ্ছেন, তাঁকে খুশি করতেই রুক্মিনীকে ‘বিনোদিনী’ করা! সপাট শ্রীলেখা

বাংলাহান্ট ডেস্ক: ‘বিনোদিনী’ বিতর্ক অব্যাহত সোশ্যাল মিডিয়ায়। ছবিতে রুক্মিনী মৈত্রের (Rukmini Moitra) প্রথম লুক নিয়ে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) একটি মন্তব্য থেকেই যাবতীয় বিবাদের সূত্রপাত। রুক্মিনীর বিনোদিনী লুক দেখে নিজস্ব মতামত জানিয়েছিলেন তিনি। কিন্তু তা নিয়েও কটাক্ষের শিকার হতে হয় শ্রীলেখাকে। কিছুদিন আগেই ফেসবুক থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। কিন্তু কটাক্ষ বাণ ছুঁড়ে তাঁকে যে দমানো যাবে না সেটাই বুঝিয়ে দিলেন শ্রীলেখা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, ‘রুক্মিনীকে একটুও হিংসে করি না। ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। ওর প্রেমিক দেবকে খুশি করতে ওকে নেওয়া হয়েছে। দেব পয়সা দিচ্ছে, এতে ওর আর কী করার আছে। কিন্তু যোগ্য অভিনেত্রী থাকা সত্ত্বেও যাকে মানাচ্ছে না তাকে জোর করে প্রস্থেটিক মেপআপ দিয়ে বিনোদিনী বানাতে হবে!’

sreelekha

শ্রীলেখার মতে, বিনোদিনীর জন্য যোগ্য অভিনেত্রী কে? আবারো স্পষ্ট ভাষায় শ্রীলেখা বলেন, তাঁকে নেওয়ার দরকার নেই। কিন্তু অনন্যা চট্টোপাধ্যায়কে তো নিতেই পারতেন। শ্রীলেখার মতে, অনন্যাই তাঁর যোগ্য প্রতিদ্বন্দ্বী। তিনি কটাক্ষ করেননি। লুক ভাল লাগেনি বলে সমালোচনা করেছিলেন। কিন্তু অনন্যা চট্টোপাধ্যায়কে নিলে সেই সমালোচনাটুকুর অবকাশ পেতেন না বলে মন্তব্য করেছেন শ্রীলেখা।

প্রসঙ্গত, বিনোদিনী ওরফে রুক্মিনী মৈত্রর লুক দেখে শ্রীলেখার মনে প্রশ্ন জেগেছিল, বিনোদিনী কি রোগা ছিলেন? না রুক্মিনী বা নটী বিনোদিনী ছবি নিয়ে সরাসরি কোনো মন্তব্যই করেননি তিনি। কিন্তু তবুও বিতর্ককে এড়াতে পারেননি শ্রীলেখা।

তারপরেই ছবির সঙ্গে যুক্ত অরিত্র দাস কটাক্ষ করেছিলেন, শ্রীলেখার জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত। পালটা সুমন ঘোষের ছবিতে নিজের নটী বিনোদিনী রূপের ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর তারপরেই নেতিবাচকতা এড়াতে ফেসবুক থেকে বিরতি নেন শ্রীলেখা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর