আর দরকার পড়বে না মানুষের, ২ ঘণ্টার কাজ মাত্র ১০ মিনিটেই করতে পারবে এই আশ্চর্য রোবট

   

বাংলাহান্ট ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তির ফলে দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে চলেছে গোটা বিশ্ব। গত দশকেও যা এক রকম কল্পবিজ্ঞান ছিল, তা আজ বাস্তব। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা রোবট (Robot)। গত দশকেও কেউ ভাবতে পারেনি কম্পিউটার আমাদের হয়ে জটিল অঙ্ক কষে দেবে বা সৃজনশীল লেখা লিখে দেবে। কিন্তু আজকের দিনে তা ঘোর বাস্তব। শুধু তাই নয়, করোনার পর থেকে অনলাইনে কাজকর্ম বেশ কিছুটা বেড়ে গিয়েছে।

পড়াশোনা, চাকরি হোক বা কেনাকাটা, সব কিছুই এখন অনলাইনে করা সম্ভব। এরই মধ্যে ইজরায়েলের (Israel) তেল আভিভের একটি সংস্থা একটি দুর্দান্ত রোবট তৈরি করে ফেলেছে। এই রোবটটি অনলাইনে কেনাকাটায় আরও গতি আনার লক্ষ্যে তৈরি করেছে তারা। বিশেষজ্ঞরা এমনিও বলছেন যে কর্মীদের বদলে এ বার থেকে রোবটরা অনলাইন শপিংয়ের গুদামে কাজ করবে। 

israeli robot

এই রোবটটি এসে যাওয়ায় সেই জিনিসই বাস্তবায়িত হতে চলেছে। এই রোবটটি 1M Robotics দ্বারা চেনা যায়। নতুন এই রোবটটি অর্ডার পাওয়ার পর সেই সামগ্রীগুলির প্যাকিং করে। এরপর বাকি কর্মীরা সেগুলি তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই রোবটটিকে কাজ করতে দেখা গিয়েছে। এটি দু’টি কফি ভর্তি তাকের কাছে কাজ করছে। 

সেখানে এটি এক একটি তাক থেকে কফি নিয়ে সেগুলি প্যাকিং করছে। 1M Robotics-এর প্রতিষ্ঠাতা ও সিইও ইয়াল এয়ার বলেছেন, “গ্রাহকরা এখন যত তাড়াতাড়ি সম্ভব জিনিস চান। সে জন্য গত বছরের শেষের দিকে স্বয়ংক্রিয় স্টোররুম তৈরি করা হয়েছে। এর মধ্যেই এই রোবটটি কাজ করে।” তিনি জানিয়েছেন, এই রোবটটি আসার পর কাজ অনেক সহজ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ইয়াল।

israeli robot

সংস্থার প্রতিষ্ঠাতার মতে, আগে যে কাজটি করতে ২ ঘণ্টা সময় লাগত, এখন সেই কাজেরই সময় নেমে হয়েছে ১০ মিনিট। আগে মানুষের কাছে একটি জিনিস পৌঁছতে কয়েক দিন সময় লাগত। কিন্তু এখন সেটি পৌঁছতে মাত্র এক দিন সময় লাগে। রোবটটি অর্ডার পেয়েই সেটি প্যাক করে তৈরি করে ফেলে। কর্মীরা শুধুমাত্র জিনিসগুলি ওয়্যারহাউজে পৌঁছে দেন। একজন ক্রেতা এক দিনে ১০ বার জিনিস অর্ডার দিলেও তিনি সেটা ১০ মিনিটের মধ্যে পেতে পারবেন।

করোনা মহামারী হওয়ার পর থেকে ই-কমার্সের বাজার অনেক বেশি চাঙ্গা হয়েছে। আগের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ অনলাইনে কেনাকাটা করছেন। বড় বড় সুপারমার্কেটগুলিতে রোবটের মাধ্যমে মুদিখানার জিনিসও প্যাক করা হচ্ছে। এই রোবটগুলিও ফল ও তরকারি খুব সাবধানে প্যাক করার প্রযুক্তি দিয়ে তৈরি। ইয়াল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ব্রাজিল, জার্মানি ও দক্ষিণ আফ্রিকায় পাঠাবেন এগুলি।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর