বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হুগলির (Hooghly) আরামবাগের শাহিদ ইমাম (Shahid Imam)। এরপর থেকেই প্রকাশ্যে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পেশায় প্রাথমিক স্কুলের এই শিক্ষকদের মাঝে মধ্যে স্কুলে যেতেন। যখন যেতেন তখন বিএমডব্লু বা ফরচুনা গাড়ি বা বুলেট মোটরবাইকে চেপে। শুধু তাই নয় আরামবাগের শাহিদ ইমাম ‘মহারাজ’ নামে এলাকায় পরিচিত ছিলেন। সেই মহারাজের আরামবাগের বুকে বানাচ্ছিলেন প্রাসাদের মত বিরাট অট্টালিকা।
এই বাড়ি ঘিরেই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ‘মহারাজ’-এর সুবিশাল অট্টালিকার ছাদে বিশেষ কিছু তৈরি করার পরিকল্পনা চলছিল। তাই ছাদের উপরে ছিল বিশেষ রকমের নকশা। শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ির ছাদে হেলিকপ্টার তৈরির পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। অন্তত এমনই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
শাহিদ ইমাম আরামবাগের এই বাড়িটিতেই বাস করতেন। এছাড়া বর্ধমানে তাঁর একটি ডান্স বারও ছিল। শাহিদ ইমামের আরামবাগের নির্মীয়মাণ বাড়ির ভিতরে ছিল ঘোরানো সিঁড়ি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। শাহিদ ইমামের এলাকায় নাম ছিল সমাজসেবী। তবে কী ভাবে যে তিনি সমাজসেবি হলেন তা জানেন না কেউই।
প্রাক্তন শিক্ষক হাসান ইমামের তিন ছেলে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মেজ ছেলে শেখ আলি ইমাম এবং ছোট ছেলে শেখ শাহিদ ইমাম দুজনেই গ্রেফতার হয়েছেন। উদয়নারায়ণপুরের খলৎপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদ ইমাম। আর আলি ইমামের নামের পাশে লেখা প্রাক্তন সৈনিক। ২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম। মুম্বই থেকে শিল্পীদের নিয়ে এসেছিলেন তিনি।
২০১৪ সালে, পর্ষদের নিয়োগপত্র নিয়ে হাওড়ার স্কুলে যোগ দেন শাহিদ। প্রথম দিকে নিয়মিত স্কুলে আসলেও, পরে ঠিকমতো স্কুলে আসতেন না। শেষবার ফেব্রুয়ারির শুরুতে স্কুলে এসেছিলেন শাহিদ। ২০২১ সালে, আরামবাগ উৎসবে অংশ নিয়েছিল শাহিদ ইমাম। বসন্তপুরে শাহিদের দাদার বাড়ি এদিনও বন্ধ ছিল। পরিবারের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।