নিজের ইংল্যান্ডের অত্যাধুনিক বাড়িটি বিক্রি করছেন রোনাল্ডো! দাম শুনলে চমকে উঠতে বাধ্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইউরোপে তার কাজ শেষ হয়ে গিয়েছে। এবার তিনি এশিয়ান ফুটবলে রেকর্ড করতে চান। সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nassr) চোখ দিয়ে এমনটাই জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এরপর আল নাসেরের জার্সিতে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার। এই পাঁচ ম্যাচে তিনি পাঁচটি গোল এবং দুটি অ্যাসিস্ট করে ফেলেছেন। ধীরে ধীরে নতুন মহাদেশের নতুন ক্লাবে, নতুন লিগের সঙ্গে মানিয়ে নিচ্ছেন সিআরসেভেন। এই বয়সে এসেও প্রতিদিন তার পারফরম্যান্সে দেখা যাচ্ছে উন্নতি।

বর্তমানের সৌদির এক বিলাসবহুল হোটেলের নিজের পরিবারকে নিয়ে থাকছেন ক্রিশ্চিয়ানো। ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সময় তিনি থাকতেন অলডারলি এজ এলাকার একটি বিরাট ম্যানশনে, যার দাম ৫৩ কোটি টাকারও বেশি। তো এখন সেই বিলাসবহুল ম্যানশনটি বিক্রি করে দিতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ronaldo yellow al nassrronaldo yellow al nassr

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সেই ম‍্যানশনটিতে অসংখ্য ঘরের সাথে সাথে রয়েছে একটি গেস্ট হাউস, আউটডোর এবং ইন্ডোর সুইমিং পুল, বিশাল জিম, টেবিল টেনিস ও লন টেনিস কোর্ট এবং একটি বিরাট সিনেমা রুম। ওই বাড়িটি বেচার দায়িত্ব যিনি নিয়েছেন, সেই রিয়েল এস্টেট এজেন্ট জানিয়েছেন যে বাড়িটির গঠন শৈলীর মধ্যে রয়েছে আধুনিক শিল্পের ছোঁয়া।

বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রোনাল্ডো। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বকাপ চলাকালীন দুই পক্ষের সম্মতিতে সম্পর্ক ছিন্ন হয় সিআরসেভেন ও ম্যান ইউ-র। তারপরই ইউরোপ ছেড়ে এশিয়ায় ফুটবল খেলতে আসার সিদ্ধান্ত নেন তিনি।

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হলেন সিআর সেভেন। তিনি প্রায় ১৭ হাজার কোটি টাকা মাইনে পাচ্ছেন এই সৌদি লিগে। আপাতত তার ক্লাব আল নাসেরও লিগের শীর্ষে রয়েছে। দীর্ঘ চার বছর লীগ জিতে নেই এই সৌদি আরবের ক্লাবটি। রোনাল্ডোর হাত ধরে কি সেই খরা কাটবে। উত্তর দেবে সময়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর