বলিউডে ইমরান হাশমির জায়গা নেওয়ার সুযোগ ছিল শোয়েব আখতারের কাছে! রাজি হননি এই কারণে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই নিয়ে কোনও সন্দেহ নেই যে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন পেসার শোয়েব আখতারের (Shoaib Akhtar) বিশাল সংখ্যক ভক্ত ভারতেও বর্তমান। গোটা বিশ্বের পাশাপাশি ভারতীয় তিনি নিজের গতির কারণে অনেক ক্রিকেটভক্তর কাছে খুবই প্রিয়। নিজের খেলোয়ার জীবনে এবং তার পরেও যতবার ভারতে এসেছেন তিনি ততবার ভারতীয়রা তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিয়েছে। শুধু তাই নয়, এবার জানা গেল যে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কাছে ছিল বলিউডে (Bollywood) কাজ করার অফারও।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই এই কথা স্বীকার করেছেন প্রাক্তন পাক পেসার। নিজের আসন্ন বায়োপিক, “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস: রেসিং এগেন্সট দ্য ওডস” বইতে এই ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন আখতার। কেন নিজের কাছে আসা এই চুক্তি তিনি অবজ্ঞা করেছেন সেই বিষয়ে মন্তব্য করেছেন তিনি নিজের বায়োপিকে। চুক্তি সংক্রান্ত কিছু সমস্যা ছিল যেগুলি তিনি সাক্ষাৎকারে পুরোপুরি স্পষ্ট করে বলেননি।

Shoaib Akhtar

জানা গিয়েছে জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের তৈরি থ্রিলার-রোম্যান্টিক জঁরের ছবি ‘গ্যাংস্টারে’ তার কাছে অভিনয়ের অফার ছিল। কিন্তু কোন রোলে তাকে অভিনয় করতে আহ্বান জানানো হয়েছিল তা জানা যায়নি এবং শেষপর্যন্ত তেমনটা হয়েও উঠেনি। সাইনি আহুজা, ইমরান হাশমি এবং কঙ্গনা রানাউতের মতো তারকা সমৃদ্ধ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। ওই চলচ্চিত্রের কিছু গান সিনেপ্রাণীদের মনে চিরস্থায়ী জায়গা করে রয়েছে।

৪৭ বছর বয়সে প্রাক্তন পাক পেসার এই সাক্ষাৎকারে বাবর আজমের কথা বলার ঢংয়ের সমালোচনা করেছেন। তিনি মনে করেন যে বাবর আজমের ব্যক্তিত্ব খুব একটা আকর্ষণীয় নয়, যদিও তিনি খুবই ভালো ক্রিকেটের। বাবর সংবাদমাধ্যমের সামনে নিজেকে একজন ব্যক্তিত্ববান চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি বলে মনে করেন শোয়েব আখতার। শাহিদ আফ্রিদি ওয়াসিম আকরাম এবং নিজেকে বাবর আজমের থেকে বড় ব্র্যান্ড হিসেবে দেখেন শোয়েব কারণ তারা ইংরেজিটা বাবরের থেকে অনেক ভালো বলেন।

প্রাক্তন পাক ক্রিকেটার দেশের হয়ে ১৬৩ টি ওডিআই ৪৬ টি টেস্ট এবং ১৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার নামের পাশে রয়েছে ৪৪৫ টি আন্তর্জাতিক উইকেট। ভারতের মাটিতে টেস্ট খেলতে সেই ইডেন গার্ডেন্সে যেভাবে তিনি পরপর দুই বলে রাহুল দ্রাবিড় এবং সচিন টেন্ডুলকারকে ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন তা এখনো নিরপেক্ষ ক্রিকেট প্রেমীদের মনে এক বিশেষ মুহূর্ত হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ডেলিভারির রেকর্ডটিও এখনো তার নামের সঙ্গে যুক্ত রয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর