বাংলাহান্ট ডেস্ক: প্রতি সপ্তাহেই হাড্ডাহাড্ডি লড়াই হয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে। কোন সিরিয়ালের টিআরপি (TRP) বাড়ল, কোনটার কমল তা জানার জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকেন দর্শকরাও। মূলত বেঙ্গল টপারের শিরোপা কোন মেগার দখলে উঠল তা জানার জন্যই বাড়ে উত্তেজনা।
কিন্তু প্রত্যেক বারই তীরে এসে তরী ডোবে ‘জগদ্ধাত্রী’র। জি বাংলার এই সিরিয়াল ভাল টিআরপি তুললেও স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’কে ছাপিয়ে যেতে পারে না। এবারেও একটুর জন্য সেরার শিরোপা মিস হয়ে গিয়েছে জ্যাস স্যান্যালের। বাংলা সেরা যথারীতি অনুরাগের ছোঁয়া। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯.৩ এবং ৯.০।
তৃতীয় স্থানে ৮.৬ পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছে গৌরী এলো। বেশ কয়েক মাসের পুরনো হলেও এখনো টিআরপি ধরে রেখেছে জি বাংলার এই মেগা। গৌরী ঈশানের সঙ্গে এখনো দুষ্টুমি করে চলেছেন শৈল মা। দর্শকরাও বেশ উপভোগ করছেন এই দড়ি টানাটানি পর্ব। টিআরপিও বাড়ছে হু হু করে।
চার নম্বরে একসঙ্গে জায়গা করে নিয়েছে জি এর দু দুটি সিরিয়াল খেলনা বাড়ি এবং নিম ফুলের মধু। দুটি সিরিয়ালের প্রতিই সমান আগ্রহ দর্শকদের। দুই সিরিয়ালের সংগ্রহে রয়েছে ৮.৪ নম্বর। তবে এবারের বড় চমক রাঙা বউ। ৭.৬ পয়েন্ট উঠেছে অভিনেত্রী শ্রুতি দাসের ঝুলিতে।
এবারের টিআরপি তালিকায় আরো বড় চমক নিঃসন্দেহে ‘মিঠাই’। যে সিরিয়াল সেরা দশ থেকে ছিটকে গিয়েছিল তা আবার ফিরে এসেছে স্বমহিমায়। ৭.০ নম্বর নিয়ে সাত নম্বরে উঠে এসেছে মোদক পরিবার। বিপরীতে বালিঝড়ের স্কোর মোটে ৪.১। ধামাকা হয়েছে নন ফিকশনেও। মহাগুরু মিঠুন চক্রবর্তী ফিরতেই ছক্কা হাঁকিয়েছে ‘ডান্স বাংলা ডান্স’। প্রথম সপ্তাহেই ৭.৬ টিআরপি উঠেছে শোয়ের।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৯.৩ (প্রথম)
জগদ্ধাত্রী- ৯.০(দ্বিতীয়)
গৌরী এলো- ৮.৬ (তৃতীয়)
খেলনা বাড়ি, নিম ফুলের মধু- ৮.৪ (চতুর্থ)
রাঙা বউ- ৭.৬ (পঞ্চম)
গাঁটছড়া- ৭.১ (ষষ্ঠ)
মিঠাই- ৭.০ (সপ্তম)
বাংলা মিডিয়াম, – ৬.৯ (অষ্টম)
মেয়েবেলা- ৬.৭ (নবম)
পঞ্চমী- ৬.৬ (দশম)