ভারত নয়, ODI বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাবে এই দল! চাঞ্চল্যকর মন্তব্য সৌরভের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ২৪ শে ফেব্রুয়ারি গিয়েছিলেন বাংলাদেশ সফরে। নিজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সাথে নিয়ে ঢাকার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার (Sheikh Hasina) সাথে সাক্ষাৎ করেন মহারাজ। সেখানে প্রায় ঘন্টা খানেক ধরে তার সঙ্গে আলোচনা করে সেখানকার সাংবাদিকদের ও মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি। সেখানে একটি চাঞ্চল্যকর মন্তব্য তিনি করেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে (Bangladesh Cricket Team) নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে টি-টোয়েন্টি বা টেস্টে খুব বড় শক্তি নয় এই ব্যাপারে সকলেই একমত হবেন। কিন্তু ওডিআই ক্রিকেটে বিগত কয়েক বছর ধরে তাদের পারফরম্যান্স আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। গত দশ বছরে ক্রিকেট বিশ্বের বড় শক্তি গুলি বাংলাদেশের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটে নামার আগে তাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন।

আসন্ন ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে ভারতের মাটিতে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে সেই নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ। তিনি বলেছেন যে ভাগ্য যদি বাংলাদেশকে সঙ্গ দেয় তাহলে তারা ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালও খেলতে পারে। ভারতের মাটিতে যদি সেটা সত্যিই সম্ভব করে দেখাতে পারে বাংলাদেশ তাহলে এখনো অবধি তাদের ক্রিকেট ইতিহাসে সেটা সেরার সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে উঠবে। যদিও ভারতীয় দল কিরকম পারফরম্যান্স করবে দেশের মাটিতে সেই নিয়ে ওই সফরে কোনও বক্তব্য রাখতে শোনা যায়নি সৌরভকে।

sourav chairman

সৌরভ বলেছেন, “আমি বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী। আমি আশা করি কোয়ার্টার বা যদি ভাগ্য তাদের সঙ্গ দেয় তাহলে সেমিফাইনাল অবধিও পৌঁছে যেতে পারে তারা। কিন্তু সেই জন্য তাদের স্পিনার এবং পেস বোলারদের নিজেদের সেরাটা বার করে আনতে হবে ২২ গজে।” বলাই বাহুল্য সৌরভ গাঙ্গুলীর এমন মন্তব্য শুনে আপ্লুত বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

এই মুহূর্তে ইংল্যান্ড বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে। সৌরভের বিশ্বাস ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভালোই পারফরম্যান্স করবে টাইগাররা। সৌরভ আরো জানিয়েছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান পাপন জানিয়েছে তাকে যে তারা সকল দেশকে নিজেদের মাটিতে হারিয়েছে ইংল্যান্ড ছাড়া। সৌরভের বিশ্বাস এবার সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলবে সাকিবরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর