উঠছে ছেঁটে ফেলার দাবি, ভারতীয় দলে জায়গা ধরে রাখতে আথিয়াকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পূজো দিলেন রাহুল!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাটে নেই রান, চলছে চূড়ান্ত সমালোচনা, বছরের প্রথম মাসে ওডিআই এবং দ্বিতীয় মাসে টেস্ট ফরম্যাটে হারিয়েছেন ভারতীয় দলের (Team India) সহ অধিনায়কের দায়িত্ব। সব মিলিয়ে বিবাহের কিছুদিন আগে থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না লোকেশ রাহুলের। সাধারণত এমন পরিস্থিতিতে একজন ক্রিকেটার নিজেকে অনুশীলনে আরও ডুবিয়ে ফেলেন। কিন্তু লোকেশ রাহুল (KL Rahul) বেছে নিলেন অন্য পথ।

বেশ কিছুদিন আগে থেকেই বিরাট কোহলিকে একটা কাজ করতে দেখা যাচ্ছিল। নিজের তরুণ জীবনে যখন প্রাক্তন ভারত অধিনায়ক ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পান নি সবে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন তখন তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ধর্ম কর্ম পূজা পাঠের ব্যাপারে খুব একটা আগ্রহী নন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছিল সম্পূর্ণ অন্য চিত্র।

বিরাট কোহলি নিজের খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য নৈনিতাল, ঋষিকেশ ও আরও নানান আধ্যাত্বিক যাত্রায় সম্প্রতি অংশ নিয়েছিলেন নিজের স্ত্রী অনুষ্কা শর্মাকে সাথে নিয়ে। তারপর ফলও মিলেছিল যেন ম্যাজিকের মত। ওডিআই এবং টি-টোয়েন্টি ফরমেটে ছন্দে ফিরেছিলেন বিরাট কোহলি। কোহলির সাফল্য দেখে কিছুদিন আগে টি-টোয়েন্টি ছাড়া অন্যান্য ফরম্যাটগুলিতে সফলতা পাওয়ার জন্য সূর্যকুমার যাদবও সম্প্রতি নিজের স্ত্রীকে নিয়ে আধ্যাত্বিক যাত্রায় অংশ নিয়েছিলেন। এবার একই পথে হাঁটলেন লোকেশ রাহুল।

সদ্য বিবাহিত লোকেশ রাহুলের নিজের স্ত্রী বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়াকে নিয়ে ইন্দোর টেস্টের আগে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরের পূজো দিয়েছেন। তার স্ত্রীর সঙ্গে তার এই পুজো করার ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। মন্দিরের গর্ব গৃহে তার ভগবান শিবকে পুজো দেওয়ার ভিডিও এখন ভাইরাল।

প্রথম দুটি টেস্টে অর্থাৎ দিল্লি এবং নাগপুরে ব্যর্থ হওয়ার পর লোকের শহরকে দল থেকে বাদ দিয়ে শুভমান গিলকে দলে ফেরানোর দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে। দেওয়াল লিখন হয়তো‌ লোকের রাহুল নিজেও পড়ে ফেলতে পারছেন। নেটিজেনরা মনে করছেন সেই জন্য মরিয়া হয়ে ভারতীয় দলে গিলের জায়গায় নিজেকে আরও একটি টেস্টে টিকিয়ে রাখার জন্য ভগবানের শরণাপন্ন হয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর