বাংলা হান্ট ডেস্ক : মেঘালয়ে (Meghalaya) কি ফুটবে জোড়াফুল? নাকি পদ্মেই ভরসা পাহাড় রাজ্যে? কী বলছে বুথ ফেরৎ সমীক্ষা (Exit Poll of Meghalaya Election 2023)? মানুষের রায় কোনদিকে? এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ। তবে পোলস্ট্রিটের সমীক্ষা বলছে শেষ হাসি হাসবে এনপিপি-ই।
কী বলছে সমীক্ষা? পোলস্ট্রীটের সমীক্ষায় উঠে আসছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কে কটা আসন পেতে পারে :-
এনপিপি – ১৭ – ২৩
আইএনসি – ০৯ – ১১
ইউডিপি – ০৭ – ১০
এআইটিসি – ১২ – ১৬
বিজেপি – ০২ – ০৪
কোন দল কত শতাংশ ভোট দখল করতে চলেছে?
এনপিপি – ২৯.৮৮ শতাংশ
এআইটিসি – ২১.১৯ শতাংশ
আইএনসি – ১৫.৮৮ শতাংশ
ইউডিপি – ১৫.৫৬ শতাংশ
বিজেপি – ০৯.৬৬ শতাংশ
অন্যান্য – ৭.৮৩ শতাংশ
দেখে নেওয়া যাক ২০১৮ সালের নির্বাচনের ফলাফল :-
২০১৮ সালের ভোটে ৬০ আসনের মেঘালয় বিধানসভা ভোটে মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল ছিল। জিতে ছিল মোট ২১ টি আসন। এনপিপি জেতে ১৯ টি আসন, ইউডিপি জেতে ৮টি, পিডিএএফ ৪টি, বিজেপি ২ টি আসনে জেতে। একজন নির্দল জিতেছিলেন। এরপর ২০২১ সালে মুকুল সাংমার নেতৃত্বে ১২ জন বিধায়ক যোগ দেন তৃণমূলে। বাকি কংগ্রেস বিধায়করা এনপিপিতে যোগ দেন। ফলে মেঘালয়ে একেবারেই জমি হারায় কংগ্রেস। এবার তাদের ফিরে আসার লড়াই।
২০২৩ সালে দেশের ১০টি রাজ্যে বিধান সভা নির্বাচন। বলা ভালো বিজেপির অগ্নিপরীক্ষা। এই ১০ রাজ্যের তালিকায় রয়েছে মেঘালয়ও। ভারতীয় রাজনীতির মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন হলেও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এঔ রাজ্য। মেঘালয়ে বিধানসভা নির্বাচন হবে মোট ৬০ টি আসনে। এ রাজ্যে জেলার সংখ্যা ১২টি। অধিষ্ঠিত মুখমন্ত্রী এনএনপি নেতা কনরাড সাংমা। মেঘালয়ের রাজনীতিতে ২০২৩ নির্বাচনে মারাত্মক লড়াই দেখা যেতে পারে দুই সাংমার মধ্যে। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা অন্যদিকে, রাজ্যের দাপুটে নেতা তথা তৃণমূলের রাজ্যপ্রধান তথা কনরাড সাংমার পুরনো বিরোধী মুকুল সাংমা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…