বাংলাহান্ট ডেস্ক : কয়েক বছর আগে চিটফান্ড (Chit Fund) কেলেঙ্কারিতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বাংলায়। শুরু হয়েছিল মামলাও। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমজনতা মামলা শুরু হবার দিনক্ষণ ঠিকভাবে মনে করতে না পারলেও এবার ইডির তরফ থেকে সেই মামলাকে কেন্দ্র করে তৎপরতা শুরু হলো। এবার ইডির (Enforcement Directorate) টার্গেট লিস্টে উঠে এলো বাংলার দুটি সংস্থা। আর সেই সংস্থা দুটি হল পিনকন এবং টাওয়ার গ্রুপ।
জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা চিটফান্ড কেলেঙ্কারি সঙ্গে যুক্ত থাকা এই দুটি গ্রুপের বিরুদ্ধেই জোড় কদমে তদন্ত শুরু করলেন। গত ১ মার্চ সংস্থা দুটি সম্পর্কে তদন্ত শুরু করতে উঠে আসে কলকাতার বিশিষ্ট আইনজীবী এবং তাদের আত্মীয়দের নাম। এরপরেই ইডি আধিকারিকরা তাদের বাড়ি অফিস সহ একযোগে ১৫টি জায়গায় তল্লাশি (Raid) চালায়। সেখান থেকে বিপুল অর্থ বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, কলকাতার পাশাপাশি তল্লাশি চালানো হয় হাওড়া, শিলিগুড়ি সহ মোট ১৫টি জায়গায়। এমনকি, বঙ্গের বাইরে আগ্রাও তদন্তকারীদের তালিকায় ছিল। নগদ ১ কোটি ২৭ লক্ষ টাকা ছাড়াও কয়েকটি মোবাইল ফোন এবং ল্যাপটপও গোয়েন্দারা হাতে পেয়েছেন। তবে, গত সোমবার এগুলি উদ্ধার হলেও ইডির বিষয়টি জানানো হয় গতকাল। প্রাপ্ত গ্যাজেটগুলি থেকে পিনকন ও টাওয়ার গ্রুপ চিটফান্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
ইডি আধিকারিকরা আরোও মনে করছেন, এই নথির সাহায্যেই চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আরোও অনেক ব্যক্তির সন্ধান মিলতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই গ্রুপ দুটি মোটা টাকা সুদ দিয়ে বেআইনিভাবে প্রচুর টাকা তুললেও জনগণকে আর সেই টাকা ফেরত দেয়নি। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, সংস্থাদুটির টাকা একাধিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। সেই সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখতেই আসরে নেমেছে ইডি।