ঐন্দ্রিলা নেই, সম্মানও নেই, জলসায় জায়গা হচ্ছে না সব্যসাচীর!

বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) এবং সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury), দুটো নাম এক সময়ে সমস্ত সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল। তরুণী অভিনেত্রীর দু দুবার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর এবং সব্যসাচীর সর্বক্ষণ তাঁকে ছায়ার মতো আগলে রাখা চোখ ভিজিয়েছিল সকলের। ক্যানসারকে জয় করলেও শেষরক্ষা করতে পারেননি ঐন্দ্রিলা। টানা ২০ দিন ধরে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ইহলোকের মায়া কাটিয়ে বিদায় নেন অভিনেত্রী। রেখে যান সব্যসাচীকে।

ঐন্দ্রিলার মৃত্যর পর মানুষের সহজাত প্রবৃত্তি সব্যসাচী কেমন আছেন তা জানতে উদগ্রীব হয়ে উঠেছিল। না, প্রয়াত অভিনেত্রীকে নিয়ে বিশেষ কোনো মন্তব্যই করেননি তিনি। তবে কিছুদিন নিজেকে আড়ালে রাখার পর আবারো কাজে কামব্যাক করেছেন সব্যসাচী। সাধক বামাক্ষ্যাপার পর এবার কালীসাধক রামপ্রসাদ হিসাবে দেখা যাবে তাঁকে।

sabyasachi ramprasad

অন্তত খবর ছিল তেমনটাই। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য রকমই ইঙ্গিত দিচ্ছে। সব্যসাচীর নতুন সিরিয়াল আদৌ দর্শকদের সামনে আসবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। রামপ্রসাদ সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছিল মাস কয়েক আগেই। কিন্তু টাইম স্লটের বেলায় ঢুঁ ঢুঁ। বরং পরে ঘোষণা হয়ে আগে টাইম স্লট পেয়ে যাচ্ছে অন্য সিরিয়াল।

রামপ্রসাদের অনেক পরে ঘোষণা করা হয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের। অতি সম্প্রতি সেই মেগার সম্প্রচারের সময় এবং তারিখ প্রকাশ্যে এসেছে। আগামী ১৩ মার্চ থেকে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে দেখা যাবে এই নতুন সিরিয়াল। অন্যদিকে প্রতীক্ষারত রামপ্রসাদ এখনো স্লট পায়নি। কবে পাবে বা আদৌ পাবে কিনা তাও ঠিক নেই।

ইতিমধ্যেই জানা গিয়েছে, সিরিয়ালের শুটিং নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু চ্যানেলের এই আচরণে ক্ষিপ্ত দর্শকদের একটা বড় অংশ। অনেকের অভিযোগ, এভাবে সব্যসাচীর অসম্মান করছেন স্টার জলসা চ্যানেল। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সব্যসাচী চৌধুরী। নীরবতাই অবলম্বন করে চলেছেন তিনি বরাবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর