স্ট্রাইক রেট ধুয়ে জল খাবো? জয় শাহ, গম্ভীরদের সামনে মেজাজ হারালেন লোকেশ রাহুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর মাত্র ২৪ দিনের অপেক্ষা। তারপরেই আবার সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)। আইপিএল ২০২৩ নানা কারণে ভক্তদের কাছে অত্যন্ত বেশি আকর্ষণীয় হতে চলেছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণটা হলো যে করোনার আতঙ্ক কাটিয়ে অবশেষে আবার স্বাভাবিকভাবে হোম-অ্যাওয়ে পর্যায়ের ভিত্তিতে জনপ্রিয় এই লিগটি আয়োজিত হবে তিন বছর পর। তার আগে লোকেশ রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মেন্টরশিপে থাকার লখনউ সুপার জায়ান্টস (LSG) নিজেদের নতুন জার্সি উদ্বোধন করল আসন্ন মরশুমের জন্য।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই আইপিএল দল এবং এটিকে মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং বিসিসিআই সচিব ও বিজেপির শীর্ষনেতা অমিত শাহের পুত্র জয় শাহ। তাদের প্রত্যেকের হাত ধরে আজকে লখনউয়ের নতুন জার্সি উদ্বোধন হয়েছে যার রং তাদের আগের বছরের নীল রংয়ের জার্সির থেকে অনেকটাই আলাদা। নতুন এই জার্সিটিতে বেগুনির পরিমাণ এতটাই বেশি যে তা কেকেআরের কথা মনে পরিয়ে দিতে বাধ্য।

তবে এই অনুষ্ঠানের অন্য সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছেন লোকেশ রাহুলের একটি বক্তব্য। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের স্ট্রাইক রেটের জন্য গত কয়েক বছর ধরে অত্যন্ত সমালোচিত হচ্ছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। আর সাম্প্রতিককালে তার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ভারতীয় দলে সহ অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন তিনি। সম্প্রতি টেস্ট ফরম্যাটে প্রথম একাদশেও নিজের জায়গা খুঁইয়েছেন রাহুল। এবার তার স্ট্রাইক রেট সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি একটি অভিনব জবাব দিয়েছেন।

lsg management

তিনি সরাসরি সাংবাদিকদের উত্তরে বলেছেন, “আমি মনে করি স্ট্রাইক রেট ব্যাপারটা নিয়ে অত্যন্ত বেশি মাতামাতি করা হয়। কিন্তু এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় এবং পুরো ব্যাপারটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। ১৪০ রানের টার্গেট চেজ করার জন্য নিশ্চয়ই আপনার ২০০ স্ট্রাইক রেটের প্রয়োজন নেই। আমি সব সময় নিজের স্বাভাবিক খেলা ধরে রাখার পক্ষপাতী। আরে নির্দিষ্ট দিনে আপনাকে কেমন খেলতে হবে সেটা পর সম্পূর্ণ ওই দিনের পরিস্থিতির উপর নির্ভর করবে।”

তিনি বর্তমানে যে ফ্র‍্যাঞ্চাইজির অধিনায়ক, সেই দলটি গত মরশুমে নিজেদের যাত্রা শুরু করেছে। তাই এখনো পর্যন্ত নিজেদের হোম স্টেডিয়ামে খেলার সুযোগ পাননি তারা। তাই ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে সম্পূর্ণ প্রস্তুত হয়ে নামতে মুখিয়ে রয়েছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর