বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের ব্যস্ততার দুনিয়ায় একদিনের ২৪ টা ঘন্টাও যেন কুলোচ্ছে না মানুষের। এমনকি, প্রায়শই অনেকে বলে থাকেন যে, সমগ্ৰ দিন যদি আরও বড় হত তাহলে কতই না ভালো হত! তবে, এবার তাঁদেরই সেই ইচ্ছে রীতিমতো পূরণ হতে চলেছে। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও এইরকমই এক বিষয় এবার সামনে এসেছে। আর যার জন্য এই ঘটনা ঘটতে চলেছে সেটি হল পৃথিবীর একমাত্র উপগ্রহ তথা চাঁদ (Moon)।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পৃথিবীর উপরে চাঁদের কিন্তু অপরিসীম প্রভাব রয়েছে। শুধু তাই নয়, চাঁদের প্রভাবেই জোয়ার-ভাটার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় দিন-রাতও। কিন্তু, এবার এমন একটি তথ্য সামনে এসেছে যেটি রীতিমতো অবাক করেছে সবাইকে। জানা গিয়েছে যে, এবার পৃথিবীর নাগাল থেকে ক্রমশ সরে যাচ্ছে চাঁদ।
আর তার ফলেই ২৪ ঘন্টার থেকে বৃদ্ধি পাচ্ছে দিনও। এমনকি, অদূর ভবিষ্যতে দিন ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। এই প্রসঙ্গে পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, পৃথিবীর নাগাল থেকে বার্ষিক ৩.৮ সেমি অর্থাৎ দেড় ইঞ্চি মতো সরে যাচ্ছে চাঁদ।
আর এর ফলেই পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মূলত, বিজ্ঞানীরা জানিয়েছেন যে, আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল মাত্র ১৩ ঘণ্টা। যদিও, সেই দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, ১৬০০ খ্রিস্টাব্দের পর থেকে প্রতি শতাব্দীতে ১.০৯ মিলি সেকেন্ড করে সময় বাড়ছে বলেও জানা গিয়েছে। এদিকে, অন্য একটা হিসেবে এই বৃদ্ধির পরিমান হল ১.৭৮ মিলি সেকেন্ড।
এমতাবস্থায়, এই ভাবে দিন বৃদ্ধির রেশ চলতে থাকলে ভবিষ্যতে দিনের দৈর্ঘ্য বেড়ে ২৫ ঘণ্টাও হয়ে যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এদিকে, এই প্রসঙ্গে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যার অধ্যাপক ডেভিড ওয়ালথাম জানিয়েছেন, ”এসবই হচ্ছে জোয়ারভাটার ফলে। যার ফলে ক্রমশ কমে আসছে পৃথিবীর ঘূর্ণনের গতি।”