দলীয় পদ নিয়েও টাকার খেলা, বিশাল অংকে ব্লক সভাপতির আসন বিক্রি! কাঠগড়ায় তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ। শাসক দল থেকে শুরু করে বিরোধীরা লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেউই। কিন্তু, এর মধ্যেই ক্রমশই প্রকাশ্যে আসছে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীকোন্দল (Inner Clash)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বারবার করে সাবধান বাণী শোনানো হলেও ফের গোষ্ঠীদ্বন্দের ছবি ধরা পড়ছে।

জানা গিয়েছে, মালদা জেলার গাজোল ব্লক তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময়ে সাংগঠনিক পদ বিক্রির অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক। অন্যদিকে দলের অন্য গোষ্ঠী দলের বদনাম করতে চাইছে এমনটাই আন্দাজ করছেন তৃণমূলের ব্লক সভাপতি। এক্ষেত্রে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীনেশ টুডু ও গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌড় চক্রবর্তীর নাম উঠে এসেছে।

গৌড় চক্রবর্তীর অভিযোগ, অঞ্চল সভাপতি করার নাম করে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে তৃণমূল কর্মীদের। এমনকি জেলা সভাপতিকে বারবার জানালেও কোনরকম পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ তুলছেন তিনি। পুরো ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেই জানিয়েছেন তিনি। একই সঙ্গে পুরো ঘটনায় দলের সাংগঠনিক পদ নিয়ে দ্বন্দকে আইপিএলের নিলামের সঙ্গে কটাক্ষ করেছেন তিনি।

অন্যদিকে, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু। তিনি দাবি করেন, একটা সময় প্রাক্তন ব্লক সভাপতি নিজের বিভিন্ন এজেন্সি দিয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে ঠিকাদারি করেছেন। বর্তমানে দল ক্ষমতা কেড়ে নেওয়ায় মাথা খারাপ হয়ে গেছে বলে জানাচ্ছেন দীনেশ টুডু। পাশাপাশি তার আরোও সংযোজন, বিগত বিধানসভা নির্বাচনে গাজোল ব্লকে তৃণমূলের হারের পিছনে রয়েছে তাদের হাত।

Gajol

দীনেশ টুডু আরোও জানান, তৃণমূলের কোনো পদে আসতে গেলে টাকা লাগেনা তার জলজ্যান্ত উদাহরণ “তিনি”। সমস্ত ঘটনাই জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন তিনি। প্রয়োজনে রাজ্য নেতৃত্বের দারস্থ হওয়ার কথা জানিয়েছেন ব্লক সভাপতি। তবে প্রথমে জেলা নেতৃত্বের উপরেই আস্থা রাখছেন ব্লক সভাপতি। পুরো ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ব্লক তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর