বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভাল নয়। তার উপর বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক মহলে বারবার মুখ পুড়েছে তাদের। কাশ্মীর নিয়েও ভারতের বিরুদ্ধে যেতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে ধাক্কা খেয়েছে তারা। এ বার পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto Zardari) রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে একটি বড় সত্যি কথা মেনে নিলেন। এই ইস্যুতে পাকিস্তানের ব্যর্থতার কথা মেনে নিলেন তিনি। একইসঙ্গে এই প্রথম ভারতকে ‘বন্ধু’ বলে সম্বোধন করলেন।
একটি সাংবাদিক সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, রাষ্ট্রপুঞ্জে ঠিক মতো কাশ্মীর ইস্যুকে তুলে ধরতে পারেনি পাকিস্তান। এর ফলে তাদের দৃষ্টি আকর্ষণ করতেও ব্যর্থ হয়েছে তারা। একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে তাঁদের সমস্ত চেষ্টা ব্যর্থ হলেও তেমনটা হয়নি ভারতের (India) ক্ষেত্রে। ভারতের সমস্ত কূটনৈতিক কৌশল রাষ্ট্রপুঞ্জে সফল হয়েছে। পাকিস্তানের সমস্ত ঘাটতি এই প্রথম রাষ্ট্রপুঞ্জে স্বীকার করলেন বিলাওয়াল ভুট্টো।
Watch: Pakistan FM Bilawal Bhutto admits "uphill task" to get Kashmir at UN due to objections from "neighbouring country" after momentarily describing India as "friend" pic.twitter.com/VCaWfBqDyn
— Sidhant Sibal (@sidhant) March 11, 2023
একটি সাংবাদিক সম্মেলনে পাক বিদেশমন্ত্রী বলেন, “আপনাদের জানিয়ে রাখি যে কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রপুঞ্জের এজেন্ডা হিসেবে এগিয়ে নিয়ে যেতে এবং সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।” এরপরেই ভারতকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। যদিও কিছুক্ষণ পর নিজেকে সামলে নেন তিনি। বিলাওয়াল বলেন, “আমাদের বন্ধু, প্রতিবেশী দেশ ভারত কাশ্মীরকে বিতর্কিত সীমান্ত বলে ব্যাপকভাবে প্রতিবাদ করে।”
একইসঙ্গে তিনি পরিষ্কার করে দেন যে কাশ্মীর মোটেও একটি বিতর্কিত সমস্যা নয়। ভারতকে খানিক্ষণের জন্য বন্ধু বলে সম্বোধন করলেও বিরোধীতা করতে পিছুপা হননি বিলাওয়াল। তাঁর মতে, ভারত বাস্তবতার বিপরীতে এবং সব সময় জোর দিয়ে বলে যে কাশ্মীরে তাদের দখল ন্যায্য ও সমর্থনযোগ্য। তিনি আরও বলেন, কাশ্মীর নিয়ে পাকিস্তান যে সত্য ভাবছে তা মেনে নেওয়া খুবই কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মীর নিয়ে তাঁর মতামত প্রত্যাখান করেছে। কিন্তু তিনি চেষ্টায় কোনও ত্রুটি না রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
সাংবাদিক সম্মেলন করার আগে কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে মতামত দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী। যার পাল্টা জবাব দিয়েছিল ভারত। আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে সিকিউরিটি কাউন্সিলে বিলাওয়াল ভুট্টো একটি বিতর্ক সভায় কাশ্মীর ইস্যু তোলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ হয়েছে। জম্মু ও কাশ্মীরের স্পেশাল স্টেটাস তুলে নেওয়াকেও ভালভাবে নেয়নি পাকিস্তান। অন্যদিকে ভারত বারবার বলে এসেছে যে পাকিস্তান সন্ত্রাস ও শত্রুতার একটি আবহ তৈরি করে রেখেছে।