পেটের দায়ে বাবা-কাকার চরিত্রে অভিনয়! ভাস্করকে নিয়ে মুখ খুললেন ছেলে ইন্দ্রনীল

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনে ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee)। ছোটপর্দা থেকে বড়পর্দা দুই মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্র, সমান গুরুত্ব দিয়ে অভিনয় করেছেন দুদিকেই। কিন্তু আজ এত বছর পর অভিনেতার প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে কটাক্ষ, লাঞ্ছনা।

কেরিয়ারের শুরুতে টেলিভিশন সিরিয়ালের থেকে সিনেমায় বেশি দেখা যেত ভাস্করকে। মুখ্য চরিত্র দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী অনুশ্রী দাসের বিপরীতে অভিনয় করেছেন বহু ছবিতে। তাঁদের অনস্ক্রিন রসায়নও বেশ জনপ্রিয় হয়েছিল। এমনকি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন তিনি।

bhaskar banerjee

বড়পর্দায় এখনো কাজ করছেন ভাস্কর। তবে নায়কের ভূমিকায় আর দেখা যায় না তাঁকে। মূলত পার্শ্বচরিত্র বিশেষ করে নায়ক বা নায়িকার বাবা কাকার চরিত্রেই বেশি দেখা মেলে অভিনেতার। ছোটপর্দাতেও চিত্রটা একই রকম। নায়ক নায়িকার বাবা বা কাকার চরিত্রেই বেশি দেখা মেলে তাঁর। এ নিয়েই ইদানিং ট্রোলের মুখে পড়ছেন ভাস্কর।

 

এমনকি অনেকে এমনো বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে বাবা কাকার চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন ভাস্কর পুত্র ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে।

 

ভিডিওতে ইন্দ্রনীলকে বলতে শোনা যায়, ‘শাশ্বত কাকু যিশু আঙ্কেল মুম্বই চলে গিয়েছিলেন বলে নিজেদের প্রাপ্য সম্মানটা পেয়েছেন।’ তিনি বলেন, তাঁর বাবা টলিউডের জন্য কী করেছেন সেটা সকলেই জানেন। পেটের দায়ে বাবা কাকার চরিত্রে অভিনয় করতে হয় না তাঁকে। টলিপাড়ার সৃজনশীল মানুষরা ভাল চিত্রনাট্য লিখলে তবে তো অভিনেতারা অভিনয়ের সুযোগ পাবেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর