বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদ টেস্টের (Ahmedabad Test) তৃতীয় দিনেও পিচ যেন ব্যাটারদের স্বর্গরাজ্য। যেভাবে ভারতীয় দল ব্যাটিং করছে তাতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের রানকে তারা পেরিয়ে যেতে পারবে এই বিশ্বাস প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীরই রয়েছে। শুভমান গিল (Shubman Gill) সেই আশাটিকেই আরও বাড়িয়ে দিলেন আজ। দুর্দান্ত ব্যাটিং করে ১৯৩ বলে সম্পূর্ণ করলেন নিজের দ্বিতীয় শতরান।
এর আগে দিনের শুরুতে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান সম্পূর্ণ করে নিজের উইকেট ছুঁড়ে এসেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৩৫ রান করার পর ম্যাথু কুহেনেম্যানের বলে ব্যাকফুটে ড্রাইভ খেলতে গিয়ে আউট হন হিটম্যান। তার এবং শুভমান গিলের মধ্যে ৭৪ রানের পার্টনারশিপ হয়েছিল এর আগে।
এরপর পূজারাকে নিয়ে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন গিল। রানের গতি কমে গিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা তাদের কোন সমস্যায় ফেলতে পারেনি। শেষ পর্যন্ত সুইপ করে ন্যাথান লিয়নকে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের কেরিয়ারের দ্বিতীয় ও ভারতের মাটিতে প্রথম শতরানটি সম্পূর্ণ করেছেন তরুণ তারকা।
চলতি বছরে ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাট মিলে মোট চারটি শতরান করেছিলেন গিল। তার মধ্যে ওডিআই ফরম্যাটে একটি ছিল দ্বিশতরান। টেস্ট ফরমেট এ নিজের প্রথম সতরাং কি পেয়েছিলেন গত বছরের একদম শেষের দিকে বাংলাদেশের চট্টগ্রামে। এবার দেশের মাটিতে টেস্ট শতরান করার আনন্দ এবং গৌরবটি অর্জন করলেন তিনি।
তবে গিল শতরান করার কিছুক্ষণের মধ্যে চেতেশ্বর পূজারা ব্যক্তিগত ৪২ রানের স্কোরে টড মার্ফির শিকার হন। তার আগে চতুর্থ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২০০০ রান করার গৌরব অর্জন করে ফেলেছিলেন তিনি। গিলের সঙ্গে ১১৩ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে গিয়েছেন তিনি। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। আহমেদাবাদে ব্যাটারদের এই স্বর্গরাজ্যে তিনিও কি রানে ফিরবেন? উত্তর দেবে সময়।