বাংলা হান্ট ডেস্কঃ এক ডাকেই ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সাংসদের সহায়তায় উচ্চমাধ্যমিকের (Higher Secondary Examination) অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে পরীক্ষায় বসল ছাত্রী। স্কুল থেকে অ্যাডমিট কার্ড না পাওয়ায় তার পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কোনো কূলকিনারা না পেয়ে সোজা ফোন লাগালেন ‘এক ডাকে অভিষেক’ নম্বরে। তাতেই হল সুরাহা। ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে দিলেন যুবরাজ।
প্রসঙ্গত, খড়গপুর ১ নম্বর ব্লকের জয়গোপালপুরের বাসিন্দা সোনালী মিদ্যা। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। গজেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী সোনালী। হঠাৎই সমস্যার সৃষ্টি হয় তার পরীক্ষার অ্যাডমিট কার্ড। অন্য সকলে অ্যাডমিট কার্ড পেয়ে গেলেও সে পায়নি। এই নিয়েই বেজায় চিন্তায় পড়ে যায় ছাত্রী।
এরপর স্থানীয় বাসিন্দাদের পরামর্শে সোনালির বাবা শুক্রবার সকালে এক ডাকে অভিষেকে যোগাযোগ করে নিজের সমস্যার কথা খুলে বলেন। আর তাতেই খুললো সমস্যার জট। একদিনের মধ্যেই পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে এলো সোনালির। আজ অন্য সকল পরীক্ষার্থীদের মতোই স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছে সোনালি।
জানা গিয়েছে, এক ডাকে অভিষেক-এ ফোন করার পর স্কুলের নাম নথিভুক্তি হয় নাম। এরপর অভিষেকের অফিস থেকে শিক্ষা দফতরের কাছে বিষয়টি জানানো হয়। এরপর সেদিন বিকেলেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকেমিদ্যা পরিবারকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শনিবার বিকাশ ভবনে যাওয়ার কথা বলা হয়। এরপর কথামতো সেখানে গেলে অতি সহজেই অ্যাডমিট কার্ড পেয়ে যায় সোনালী।
জটিল সমস্যা এত দ্রুত সমাধান করে দেওয়ায় আপ্লুত সোনালী ও তার পরিবার। নিজেই গোটা ঘটময় বিষয়টি গোটা গ্রামে জানিয়ে দেয় ছাত্রী। তার কথায়, ‘শারীরিক অসুস্থতার জন্য ফর্ম ফিল আপ করা হয়নি। তাই অ্যাডমিট কার্ড পাইনি। এভাবে অ্যাডমিট কার্ড পেয়ে খুব আনন্দ লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেককে।’
স্বয়ং অভিষেক বন্দোপাধ্যায়ের সহযোগিতায় শেষমেষ মেয়ে পরীক্ষা দিতে পারায় আনন্দিত সোনালির বাবাও। তিনি বলেন, ‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মেয়েকে অ্যাডমিট কার্ড পেতে সহযোগিতা করার জন্য। এক ডাকে অভিষেক কর্মসূচির জন্যও শুভেচ্ছা জানাই। এই কর্মসূচি আরও মানুষের সহায়তা করতে পারে।’