আর বিদেশ থেকে অস্ত্র কিনবে না ‘আত্মনির্ভর’ ভারত! ১১ শতাংশ হ্রাস আমদানিতে, দাবি SIPRI-র রিপোর্টে

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আত্মনির্ভর ভারত’ (Atmanirbhar Bharat) কতটা সফল সে নিয়ে দেশের মধ্যে বিতর্ক থাকতেই পারে। কিন্তু, স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (SIPRI) সাম্প্রতিক এক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে ‘মেক ইন ইন্ডিয়া’ বা ‘আত্মনির্ভর ভারতের’ মতো প্রকল্পগুলির সাফল্য নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। সিপ্রির রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারত (India) একটা সময় বিশ্বের বাজার থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করত, সেই ভারত আজ তালিকায় অনেকটাই নিচে। শুধু তাই নয়, বিশ্বে অস্ত্র সরবরাহের তালিকাতেও হুহু করে উপরে উঠে আসছে নরেন্দ্র মোদির (Narendra Modi) দেশ।

কী বলছে সিপ্রির রিপোর্ট? ২০১৩ – ১৪ এবং ২০১৮ – ২২ অর্থবর্ষের মধ্যে ভারত অস্ত্র আমদানি হ্রাস করেছে প্রায় ১১ শতাংশ। বিগত ৫ বছরে গোটা বিশ্বে যত অস্ত্র তৈরি হয়েছে তার ১১ শতাংশ কিনেছে ভারত একাই। ফল স্বরূপ অস্ত্র আমদানিতে ভারত এই শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে ছিল সৌদি আরব। সৌদি ৯.৬ শতাংশ অস্ত্র আমদানি করেছে বিগত ৫ বছরে। তারপর কাতার ৬.৪ শতাংশ, অস্ট্রেলিয়া ৪.৭ শতাংশ, চিন ৪.৭ শতাংশ অস্ত্র আমদানি করেছে।

হঠাৎই ভারতের এতটা পরিবর্তন কিভাবে? বিশেষজ্ঞদের মতে, ভারতের এই আমূল পরিবর্তনের জন্য দায়ি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প। এই প্রকল্পে ভারত নিজের দেশেই তৈরি করছে অধিকাংশ অস্ত্র। বিগত ৪ থেকে ৫ বছরের আত্মনির্ভর হওয়ার পথে অনেকটা বড় লাফ দিয়েছে মোদির ভারত। প্রতিরক্ষা খাতে হুহু করে কমছে বিদেশি প্রভাব। অপরদিকে প্রত্যক্ষ বিদেশি নিয়োগ বৃদ্ধি পেয়েছে ৪৯ থেকে ৭৪ শতাংশ।

এই বিরাট সাফল্যের পিছনে রয়েছে বাজেট। শেষ বাজেটে ভারতীয় অস্ত্র নির্মানের সামগ্রী কেনার ব্যাপারে মোট ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে বিগত তিন বছরের প্রথম বছরে বরাদ্দ ছিল ৫১ হাজার কোটি টাকা, দ্বিতীয় বছরের বরাদ্দ ছিল ৭০ হাজার কোটি, এবং তৃতীয় বছরে ৮১ হাজার কোটি টাকা।

isro modi 1feb

সিপ্রির রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র তৈরি করে আমেরিকা। দুনিয়ার অস্ত্র উৎপাদনের প্রায় ৪০ শতাংশ অস্ত্রই তৈরি করে বাইডেনের দেশ। আমেরিকার পর এই তালিকায় রয়েছে রাশিয়া। পুতিনের দেশ তৈরি করে ১৬ শতাংশ অস্ত্র। এরপর যথাক্রমে ফ্রান্স ১১ শতাংশ, চিন ৫.২ শতাংশ, জার্মানি ৪.২ শতাংশ। এছাড়া জানা যাচ্ছে, রাশিয়ার উপর অস্ত্র নির্ভরতা কমেছে ভারতের। রাশিয়া থেকে কেনা অস্ত্রের পরিমাণ প্রায় ৩৭ শতাংস কমেছে বলে দাবি সিপ্রির।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর