বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের সবচেয়ে দামী বাড়ি কেনার লেনদেন হয়ে গেল। একটি নির্মীয়মান বহুতলের তিনটি তল কিনে নিলেন এক ধনকুবের। কত টাকায় এই লেনদেন হল তা জানলে চমকে উঠবেন। এই বাড়িটি তৈরি হচ্ছে বাণিজ্যনগরী মুম্বইতে (Mumbai)। অধিকাংশ ভারতীয়েরই স্বপ্ন থাকে মায়ানগরী মুম্বইতে একটি বাড়ি কেনার। কিন্তু সেখানে বাড়ির দাম এতটাই বেশি যে সকলের পক্ষে সেখানে বাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না।
প্রসঙ্গত, ভারতের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম দামি বহুতল ও ফ্ল্যাটগুলি মুম্বইতে অবস্থিত।, তাই সেখানে ফ্ল্যাট কিনতে অনেকটাই বেশি অর্থ খরচ করতে হয়। আপনি হয়তো জানবেন, মুম্বইতে কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কিনে থাকেন দেশের অন্যতম ধনী ব্যক্তিরা। এমনই একটি লেনদেন হয়েছে সম্প্রতি। এটিকে ভারতের সবচেয়ে দামি বাড়ির লেনদেন বলা হচ্ছে। কারণ মুম্বইয়ের একটি ট্রিপলে ফ্ল্যাট রেকর্ড ২৫২ কোটি টাকায় বিক্রি হয়েছে।
এই ফ্ল্যাটটি দক্ষিণ মুম্বইয়ের ওয়ালকেশ্বর এলাকার একটি নির্মীয়মান বহুতলে অবস্থিত। প্রায় ১৮ হাজার বর্গফিট এলাকা জুড়ে এই ফ্ল্যাটটি বিস্তৃত। সূত্রের খবর, এই ফ্ল্যাটটি কিনেছেন বাজাজ গ্রুপের মালিক নীরজ বাজাজ। লোধা গ্রুপের ম্যাক্রোটেক ডেভেলপারের থেকে এই ফ্ল্যাটটি কিনেছেন শিল্পপতি। গত মাসেই বি কে গোয়েঙ্কা ২৪০ কোটি টাকা দিয়ে একটি পেন্টহাউস কেনেন। এতদিন সেটিকেই দেশের সবচেয়ে দামি লেনদেন বলা হচ্ছিল।
তবে তাঁকে ছাপিয়ে ২৫২ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনলেন বাজাজ গ্রুপের মালিক। উল্লেখ্য, বি কে গোয়েঙ্কার পেন্টহাউসটি একটি নির্মিত আবাসনেই রয়েছে। অর্থাৎ সেটি বসবাসের জন্য প্রস্তুত। এদিকে দক্ষিণ মুম্বইয়ের ফ্ল্যাটগুলি এখনও নির্মীয়মান। সদ্যই এই বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। লোধা মালাবার টাওয়ারের সবচেয়ে উপরের তিনটি তলা কিনে নিয়েছেন বাজাজ গ্রুপের পরিচালক।
রাজভবনের কাছে অবস্থিত এই ফ্ল্যাটটির দাম প্রতি বর্গফুটে ১.৪ লক্ষ টাকা। বহুতলটির ২৯, ৩০ ও ৩১ তম তলা কিনে নিয়েছেন নীরজ বাজাজ। ইতিমধ্যেই ১৫ কোটি টাকা জমা দিয়েছেন বাজাজ। বহুতলটির কাজ সম্পূর্ণ হলে বাকি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নির্মাতা সূত্রে খবর, ২০২৬ সালের মধ্যেই এই বহুতলটির নির্মাণকাজ শেষ হয়ে যাবে। নতুন বাড়িতে বাজাজ পরিবার নিজস্ব একটি ছাদ পাবেন। সেখানে থাকবে একটি সুইমিং পুল। এছাড়াও সমস্ত রকমের অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে এই ফ্ল্যাটে।